|   প্রথমপাতা  |  প্রকাশের তারিখঃ Sunday, March 31, 2024 09:57 PM |

 

ব্যতিক্রমধর্মী আয়োজন - রোজার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে জাপানিজ মুসলিম স্কলার-এর বয়ান

 

 

কমিউনিটি রিপোর্ট ।।

পবিত্র রমজান উপলক্ষ্যে টোকিওতে একটি ব্যাতিক্রমধর্মী আয়োজন সম্পন্ন হয়েছে । আর এই ব্যাতিক্রমধর্মী আয়োজনটি করেছিল টোকিও কামাতা মসজিদ কমিটি। যার নেপথ্যের কারিগর ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজকর্মী এমডি এস ইসলাম নান্নু ।

“রোজার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে জাপানিজ মুসলিম স্কলার-এর বয়ান” শীর্ষক সভায় ২৯ মার্চ শুক্রবার ইফতার শেষ বিভিন্ন দেশের মুসলিমদের উদ্দেশ্যে বয়ান দেন কিয়োইচিরো সুগিমোতো (সালমান সুগিমোতো )।

তিনি মুসলিমদের পবিত্র রমজান মাসে রোজা রাখার গুরুত্ব আল্লাহ তায়ালার হুকুম, এর প্রয়োজনীয়তা এবং পরবর্তীতে আল্লাহ্‌ প্রদত্ত পুরষ্কার প্রদান (যার ওয়াদা কোরআনের বিভিন্ন স্থানে আল্লাহ্‌ নিজেই করেছেন) এর বিভিন্ন আয়াত ব্যাখ্যা করেন ।
 


তিনি মুসলিমদের রোজা রাখা নিয়ে গবেষণা করে জাপানি গবেষক ইয়োশিনোরি ওশিমি ২০১৬ সালে বিজ্ঞানের মেডিকেল সায়েন্স এর ভাষায় ‘অটোফেজি’ আবিষ্কার করে বিশ্বব্যাপী সাড়া জাগানোর কথা উল্লেখ করেন ।

এছাড়াও আরো বক্তব্য রাখেন এশিয়ান পিপলস ফ্রেন্ডশিপ সোসাইটি জাপান’র প্রতিষ্ঠাতা ইয়োশিনারি কাতসুও , মুসলিম চেম্বার অফ কমার্স জাপান এর সভাপতি মো. জলিল এম. জেসলি (শ্রিলঙ্কা), সাধারন সম্পাদক মোহাম্মদ যুবায়ের (পাকিস্তান) এবং রিক্কিউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আধ্যাপক নোরো প্রমুখ।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

 

[প্রথমপাতা]