|   প্রথমপাতা  |  প্রকাশের তারিখঃ Monday, April 15, 2024 07:09 PM |

 

বাংলাদেশ ফেস্টিভাল জাপানের উদ্যোগে কানাগাওয়াতে ঈদ পুনর্মিলনী

 

 

কমিউনিটি রিপোর্ট ।।

রোববার ১৪ এপ্রিল কানাগাওয়া প্রিফেকচারের সাগামিহারার ওশিমা'তে অনুষ্ঠিত হয়ে গেলো ঈদ পুনর্মিলনী। বাংলাদেশ ফেস্টিভাল জাপান'র উদ্যোগে ঈদ পুনর্মিলনীতে ছিলো দিনভর নানান রকম খাওয়া-দাওয়া, সাথে আড্ডা ও আনন্দ হৈ-হুল্লর।

দুপুরের আগেই সকলকে এক প্রস্থ মাটন ও চিকেন বারবিকিউ দিয়ে আপ্যায়িত করা হয়। দুপুরে অতিথিদের জন্যে ছিলো সুস্বাদু চিকেন বিরিয়ানী। দুপুরের পর ছিলো আস্ত খাশির রানের বারবিকিউ। এসব খাবারগুলি পেতে অতিথিদের মধ্যে এক রকম প্রতিযোগীতা শুরু হয়। বিকেলের দিকে অতিথিদেরকে চা ও নিমকি দিয়ে আপ্যায়িত করা হয়।

সব ধরণের অংশগ্রহণ ফি ছাড়াই উন্মুক্ত এই ঈদ পুনর্মিলনীতে অংশ নিতে কানতো অঞ্চলের বিভিন্ন স্থান থেকে শত শত প্রবাসী পরিবার সহ ছুটে আসেন। সারিবদ্ধ সাকুরা গাছের নীচে পাপড়ি ঝড়া ফুলের অনুপম সৌন্দর্য উপস্থিত অতিথিদের বিমোহিত করে। পাশেই বইছিলো সরু ধারার নদী, আর নদীর অপর পাশেই ছিলো পাহাড় যা ছিলো ঘন সবুজ বৃক্ষে ছাওয়া। মোট কথা প্রকৃতির নিবিড় সৌন্দর্যের মধ্যে নাতিশীতোষ্ণ ঝলমলে দুপুরে মানুষ মেতে ওঠেন একটি আনন্দময় দিনে।

উপস্থিত সকলেই এমন একটি চমৎকার আয়োজনের জন্যে বাংলাদেশ ফেস্টিভাল জাপান'র প্রধান ইলিয়াস মুনসীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। উল্লেখ্য, জাপানে বাংলাদেশী খাবারের চেইন রেস্টুরেন্ট "রাণী"র স্বত্বাধিকারী ইলিয়াস মুনসী প্রবাসী নারীদের বিভিন্ন কর্মকান্ড স্থানীয় জাপানিদের মাঝে উৎসব ও মেলার মাধ্যমে তুলে ধরতে বাংলাদেশ ফেস্টিভাল জাপান'র উদ্যোগ নেন। তাদের পরবর্তী মেলা আগষ্টে হওয়ার কথা রয়েছে।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

 

[প্রথমপাতা]