[প্রথমপাতা]

 

 

টোকিওতে বদরুল বোরহানের বিদায় অনুষ্ঠান

 

 

কমিউনিটি রিপোর্ট ।। নভেম্বর ৪, ২০১১ ।।

রোববার টোকিওর আকাবানে বিভিও হলে জাপান প্রবাসী ছড়াকার বদরুল বোরহানের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা নাজমুল হুদাকেও আন্তরিক ভাবে বিদায় জানানো হয়। অনুষ্ঠানটির আয়োজনে ছিলো বাংলাদেশ সাংবাদিক লেখক ফোরাম জাপান এবং জেটিভি।

বিদায় অনুষ্ঠানে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাংবাদিক লেখক ফোরামের সভাপতি সজল বড়ুয়া এবং বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক-শিক্ষক মঞ্জুরুল হক, ছড়াকার বদরুল বোরহানের কবিতা জাপানি ভাষায় অনুবাদকারী মায়মুরা এবং সুজুকি।

অনুষ্ঠানের শুরুতে শরাফুল ইসলামের একটি কবিতা আবৃত্তি করে শোনানো হয়। এরপর, কামরুল আহসান জুয়েল বদরুল বোরহানের কবিতা আবৃত্তি করেন।
 

বাংলাদেশ সাংবাদিক লেখক ফোরামের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বিদায় জানান আব্দুল ওয়াদুদ। বৈশাখী মেলা কমিটির পক্ষ থেকে তাকে ফুলের তোড়া উপহার দেন জাকির হোসেন জোয়ার্দার।

 


প্রবাসীদের পক্ষ থেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাজী ইনসানুল হক, নূর আলী, আরশাদ উল্লাহ, মিসেস দিলমাস রহমান, মীর রেজাউল করিম রেজা, এম এ ওয়াদুদ, জাকির হোসেন জোয়ার্দার, রাহমান মনি, খন্দোকার আনিসুর রহমান, গোলাম মাসুম জিকো, হুসাইন মুনির, সালেহ মোহাম্মাদ আরিফ, আসলাম হীরা, মিসেস জাহানারা সরকার, তাপস বড়ুয়া এবং সনথ বড়ুয়া।

প্রবাসীদের বক্তব্যের মাঝে কবিতা আবৃত্তি করেন ময়েদুল ইসলাম, মিল্টন, মিউকি বড়ুয়া, সুকুমার রায়ের ছড়া আবৃত্তি করে নবুওয়াত আহমেদ।

অতিথিদের বক্তব্যে জাপানি নাগরিক সুজুকি তার বাংলা বক্তব্যে মার্চ ১১র বিপর্যয়ে জাপানকে সাহায্যের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান। জাপানের বিশিষ্ট লেখিকা মায়মুরা তার বাংলায় দেয়া বক্তব্যে বদরুল বোরহানকে অভিনন্দন জানিয়ে দর্শকদেরকে জানান তিনি তার দু'টি কবিতা জাপানি ভাষায় অনুবাদ করে দু'টি ম্যাগাজিনে প্রকাশ করেছেন।

মঞ্জুরুল হক তার বক্তব্যে বলেন বদরুল বোরহান তার পারিবারিক দায়িত্ববোধ থেকে দেশে ফিরে যাচ্ছেন। অপরদিকে দূতাবাসের কর্মকর্তা নাজমুল হুদার সদাহাস্যজ্জল মুখের প্রশংসা করে তাদের উভয়ের উন্নতি কামনা করেন।

অনুষ্ঠানে পরে নাজমুল হুদা এবং বদরুল বোরহানও বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক লেখক ফোরামের সভাপতি সজল বড়ুয়া।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কামরুল আহসান জুয়েল ও তানিয়া ইসলাম মিথুন।

 

[প্রথমপাতা]