[প্রথমপাতা]

 

 

 

সড়ক দুর্ঘটনা রোধে কঠোর আইন ও চালকদের উপযুক্ত প্রশিক্ষনের দাবি জানালেন প্রবাসীরা

 

 

কমিউনিটি রিপোর্ট ।। অক্টোবর ৩১, ২০১১ ।।

বাংলাদেশের সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কঠোর আইন ও চালকদের উপযুক্ত প্রশিক্ষনের দাবি জানিয়েছেন জাপান প্রবাসীরা। রোববার টোকিওর আকাবানে বিভিও হলে 'বাংলাদেশের সড়ক দুর্ঘটনা ও প্রবাসীদের ভাবনা' শীর্ষক এক সেমিনারে বক্তারা তাদের এমন দাবির কথা জানালেন।

অনুষ্ঠানটি আয়োজনে ছিলো, বাংলাদেশ সাংবাদিক লেখক ফোরাম জাপান, জেটিভি বাংলা এবং প্রবাসী ম্যাগাজিন পরবাস। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিলো, কমিউনিটি, দি ওয়াইসিসি নিউজ, সাপ্তাহিক এবং দশদিক।

অনুষ্ঠানের মূল আলোচক ছিলেন, দীর্ঘকাল জাপান প্রবাসী প্রকৌশলী এবং সাবেক দৈনিক অবজারভারের কলামিষ্ট আব্দুর রহমান এবং বাংলাদেশ সোসাইটি অব জাপানের সাবেক প্রেসিডেন্ট শেখ ওয়াজির আহমেদ।

অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন সময়ে বাংলাদেশের সড়ক দুর্ঘটনায় নিহতদের উদ্দেশ্যে এক মিনিট নিরাবতা পালন করা হয়। এরপর বাংলাদেশের সড়ক দুর্ঘটনার উপর একটি প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়।

আব্দুর রহমান তার বক্তব্যে জাপানের মত বাংলাদেশেও সড়ক দুর্ঘটনার জন্য চালকদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা যেতে পারে বলে মতামত প্রকাশ করেন।

বাংলাদেশ সোসাইটি অব জাপানের সাবেক প্রেসিডেন্ট শেখ ওয়াজির আহমেদ বলেন, স্বাধীনতার এতো বছর পরও মহাসড়কগুলো এক লেন বিশিষ্ট। কোন কোন ক্ষেত্রে রাস্তা আরো সরু। মহাসড়কগুলো অন্ততঃ দু'লেনের হলে তা দুর্ঘটনা প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করতে সক্ষম হতো।

অনুষ্ঠানের মূল প্রবন্ধ পাঠ করেন সাংবাদিক লেখক ফোরামের সভাপতি সজল বড়ুয়া।

সকলের বক্তব্যের পর উপস্থিত দর্শকদের নিকট থেকে তাদের মতামত জানতে চাওয়া হয়। এ পর্বে বক্তব্য রাখেন, কাজী ইনসানুল হকি, মীর রেজাউল করিম রেজা, তাপস বড়ুয়া, সানাউল হক, হাসিবুল হাসান আরিফ, আলমগীর হোসেন, মিঠু, মাসুম, হারুন, দেলোয়ার, ফজলে মাহমুদ মুক্তা, আব্দুল ওয়াদুদ, নূর আলি, হুসাইন মুনির এবং দেবাশিষ বড়ুয়া।

কামরুল আহসান জুয়েল এবং ছড়াকার বদরুল বোরহান সড়ক দুর্ঘটনা নিয়ে স্বরচিত কবিতা ও ছড়া পাঠ করেন। সেমিনার ব্রিফিং করেন গোলাম মাসুম জিকো। অনুষ্ঠান শেষে ওয়াইসিসির প্রেসিডেন্ট এবং সিইও মাসুদ আহমেদ জেটিভির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জেড এম আবুসিনা।
 

 

[প্রথমপাতা]