[প্রথমপাতা]

 

 

 

উত্তরণের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
 


শুরু থেকে

 

কমিউনিটি রিপোর্ট ।। নভেম্বর ৮, ২০১১ ।।

'উত্তরণ' বাংলাদেশ কালচারাল গ্রুপ জাপান তাদের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। একই দিনে ঈদ এবং বৌদ্ধ সম্প্রদায়ের প্রবারণা পূর্ণিমা উদযাপিত হওয়ায় প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দে নতুনমাত্রা যোগ হয়।

টোকিওর কিতা সিটি তাকিনোগাওয়া কাইকানে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা এফেয়ার্স ইকনমিক মিনিস্টার ড. জীবন রঞ্জন মজুমদার।

প্রধান অতিথির বক্তব্যে ড. জীবন রঞ্জন বলেন, জাপানের ব্যস্ত জীবনে একটি সাংস্কৃতিক দলের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন সত্যিই প্রশংসনীয়। উত্তরণ সেই প্রশংসনীয় কাজটি করতে পেরেছে এই জন্য তাদের অনেক ধন্যবাদ। তিনি বলেন, জাপানের উত্তরণের জ্ঞানের ভান্ডার অপরিসীম। আমরা যারা জাপানে নতুন এসেছি তারা উত্তরণের কাছে অনেক কিছু শিখতে পারব। তিনি উত্তরণের সাফল্য কামনা করেন। উত্তরণের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দলনেতা উৎপল দত্ত বাচ্চু।

উত্তরণের ব্যাতিক্রমধর্মী ও উপভোগ্য উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু হয় বিকেল ৪.৩০ এ।

উপমহাদেশের প্রখ্যত সংগীত শিল্পি ভূপেন হাজারিকার মৃত্যুতে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানে এক মিনিট নিরাবতা পালন করা হয়।  

[প্রথমপাতা]