[প্রথমপাতা]

 

 

 

বাংলাদেশ কমিউনিটির সংগৃহীত অর্থ জাপান রেডক্রসকে প্রদান
 

 

কমিউনিটি রিপোর্ট ।। এপ্রিল ১১, ২০১১ ।।

হিগাশি নিহন দাইশিনসাই (তোহোকু চিহোউ তাইহেইয়োউ ওকি জিশিন) বা ১১ই মার্চের ভয়াবহ ভূমিকম্প এবং সুনামিতে ক্ষতিগ্রস্থদের সাহায্যার্থে বাংলাদেশ কমিউনিটি কর্তৃক আয়োজিত চ্যারিটি কনসার্ট ও ছবি প্রদর্শনী হতে সংগৃহীত অর্থ জাপান রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে| আনুষ্ঠানিক ভাবে এই অর্থ প্রদানের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ জাপান শাখার সভাপতি কাজী মাফফুজুল হক লাল, সাধারণ সম্পাদক সালেহ মো: আরিফ, সাংগঠনিক সম্পাদক খন্দকার আসলাম হীরা, বিএনপি জাপান শাখার সাধারণ সম্পাদক মীর রেজাউল করিম রেজা, বিএনপি নেতা ফজলে মাহমুদ মুক্ত, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ সভাপতি মোল্লা অহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী এম ডি এস ইসলাম নান্নু, বাদল চাকলাদার রকি, মোহাম্মদ ফেরদৌস, সাপ্তাহিক এর টোকিও প্রতিনিধি রহমান মনি, দশদিক সম্পাদক সানাউল হক প্রমুখ| প্রদানকৃত অর্থের পরিমান ১,২০০,০৭২ (বারো লক্ষ বাহাত্তর) ইয়েন|
 

 

জাপান রেডক্রস কৃতজ্ঞতার সাথে এই অর্থ গ্রহণ করে এবং অর্থ গ্রহনের রশিদ প্রদান করে| জাপান রেডক্রস বাংলাদেশ কমিউনিটির ভূয়সী প্রশংসা করে এই হৃদ্যতার জন্য ধন্যবাদ জানায়| ৯ই এপ্রিল বিকেল ৪টায় রেডক্রস অফিসে এই অর্থ প্রদান করা হয়|
 


উল্লেখ্য, গত ১১ই মার্চের ভয়াবহ ভূমিকম্প এবং সুনামিতে এখন পর্যন্ত নিখোঁজ এবং নিহতের সংখ্যা প্রায় ২৮ হাজার| রোববার সকাল পর্যন্ত ১২,৯৮৫ জন নিহত এবং ১৪,৮০৯ জন নিখোঁজ রয়েছেন| ২,৩৮১টি আশ্রয়কেন্দ্রে মোট ১৫৩,৮০৪ জন আশয় নিয়েছেন| এছাড়াও বিপুল সংখ্যক আহত এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে| এইসব ক্ষতিগ্রস্থ লোকদের পাশে দাঁড়ানোর জন্য জাপানে বসবাসরত বাংলাদেশ কমিউনিটি গত ৩রা এপ্রিল টোকিওর তাকিনোগাওকা কায়কানে এক চ্যারিটি কনসার্ট ও ছবি প্রদর্শনীর আয়োজন করে অর্থ সংগ্রহ করে| সেখানে সংগৃহীত অর্থের পরিমান ছিল ১,১৭৭,০৭২| পরে আরো কিছু অর্থ সংগৃহীত হওয়ায় মোট অর্থের পরিমান দাঁড়ায় ১,২০০,০৭২| যার পুরোটা জাপান রেডক্রসের মাধ্যমে ক্ষতিগ্রস্থ লোকজনদের মাঝে বিতরণের জন্য প্রদান করা হয়|

 


বাংলাদেশ কমিউনিটির এই উদ্যোগ জাপানিরা ছাড়াও অন্যান্য কমিউনিটির প্রশংসা কুড়াতে সক্ষম হয়|

 

[প্রথমপাতা]