[প্রথমপাতা]

 

 

 

শুরু হয়েছে বাংলাদেশ ফেস্টিভাল ২০১১

 


শুরু থেকে

বাংলাদেশ ফেস্টিভালের অংশ বিশেষ

 

 

কমিউনিটি রিপোর্ট ।। জুন ১৯, ২০১১ ।।

জাপান ইভেন্টে প্লাজা খ্যাত ইয়োইয়োগি ইভেন্ট প্লাজাতে শুরু হয়েছে দু'দিন ব্যাপী বাংলাদেশ ফেস্টিভাল ২০১১। শনিবার ছিলো ফেস্টিভালের প্রথম দিন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ইভেন্টের প্রথমদিনটি অতিবাহিত হয়। দিনব্যাপী বৃষ্টি এবং শনিবার হওয়ায় লোক সমাগম কম হলেও উৎসাহে তেমন কমতি ছিলোনা।

জাপানের পররাষ্ট্রমন্ত্রনালয়ের বিশেষ সহযোগিতায় এবং বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ফেস্টিভাল সকাল ১১টায় শুরু হলেও আনুষ্ঠানিক উদ্বোধন হয় বেলা ১টার দিকে। সলিমুল্লাহ কাজল, রহমান
মাহিনুর আইকো ইফা এবং কাতো সাতোশির উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব এ, কে, এম, মজিবুর রহমান ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান পার্লামেন্টের সদস্য ত্সুকাদা ইচিরো।


ফেস্টিভাল আয়োজকদের প্রধান সাকাই পলের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভায় বক্তব্য রাখেন BCCIJ আহ্বায়ক জিয়াউল ইসলাম, দূতাবাসের কমার্স কাউন্সেলর রাশেদুল ইসলাম, বাংলাদেশের আর্সেনিক নিয়ে ২০ বছর ধরে কাজ করছেন ইনাদোমে হিদেকি, বাংলাদেশ থেকে আগত অতিথি ট্রাইয়াঙ্গল গ্রুপের চেয়ারম্যান শাহ খালেদ রেজা, বাংলাদেশের ঘনিষ্ট বন্ধু, শুভাকঙ্খী প্রফেসর নারা সুয়োশি, গেক্কান নিপ্পন সম্পাদক মিনামিওকা কেইচিরো, বিশিষ্ট সাংবাদিক, FCCJ এর প্রাক্তন সভাপতি মঞ্জুরুল হক, বাংলাদেশে জাপানের সাবেক রাষ্ট্রদূত হোরিগুচি, জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত এ কে এম মজিবুর রহমান ভূঁইয়া, সাকাই পল।

অনুষ্ঠানের শুরুতে ১১ই মার্চের ভূমিকম্প ও সুনামিতে নিহতের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

বেলা ৩টার দিকে বৃষ্টি শুরু হলে অনুষ্ঠানে বিঘ্ন না ঘটলেও দর্শকশ্রোতাদের ভোগান্তির শিকার হতে হয়। ছাতা মাথায় দিয়ে দর্শকবৃন্দ অনুষ্ঠান উপভোগ করেন। বাংলাদেশ থেকে আসা শিল্পী আগুন গান গেয়ে দর্শকদের মাতিয়ে রাখেন। তিনি পপ সম্রাট আজম খানের প্রতি শ্রদ্ধা রেখে, তার স্মরণে তার গাওয়া দু'টি গান পরিবেশন করেন।

ফেস্টিভালের প্রথমদিনের অনুষ্ঠানমালায় নাচ, গান, কৌতুক, জাপানি ভ্যারাইটি, আমন্ত্রিত শিল্পীর গান এবং উত্তরণের পরিবেশনা ছিলো।

তবে অনুষ্ঠানে হিন্দি গানের সাথে ভারতীয় সাংস্কৃতির নৃত্য এবং খাবারের স্টলগুলোতে ভারত, পাকিস্তান, শ্রীলংকান নামে স্টল থাকায় দর্শকদের সমালোচনা করতে দেখা যায়। এবারের ফেস্টিভালের মূল শ্লোগান হচ্ছে, 'গামবারো নিপ্পন, উই আর তোমোদাচি।'

 

[প্রথমপাতা]