[প্রথমপাতা]

 

 

 

টোকিওতে নান্দনিক দুই প্রজন্মের মিলন মেলা

 

New Page 2


কমিউনিটি রিপোর্ট ।। মে ৬, ২০১৪ ।।

প্রবাসে বেড়ে ওঠা শিশুদেরকে বাংলা ভাষা ও সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে গত রোববার ৪ মে, বিকেল ৪টায় টোকিও'র তাকিনোগাওয়া কাইকান এ অনুষ্ঠিত হলো ৬ষ্ঠ প্রবাস প্রজন্ম ২০১৪। প্রবাসের শিশু-কিশোরদেরকে নিয়ে জাঁকজমক পূর্ণ অনুষ্ঠানটির আশেপাশের পরিবেশ দেখে অনেকটাই বিটিভি'র 'নতুন কুঁড়ি'র আমেজ পাওয়া গেলো। অভিভাবকরা তাদের সন্তানদেরকে নিয়ে ছুটছেন, তাদের নাম মিলিয়ে ভেতরে ঢুকছেন, তাদেরকে সাজিয়ে দিচ্ছেন। শিশুরাও সব সরি বেধে অপেক্ষা করছে তার নাম ডাকার প্রতীক্ষায়।

প্রবাস প্রজন্ম ২০১৪ উপলক্ষ্যে দেশ থেকে উড়ে আসেন নন্দিত কন্ঠশিল্পী সুবীর নন্দী, বারী সিদ্দিকী এবং ছড়াকার বদরুল বোরহান। এবারের প্রবাস প্রজন্ম সম্মাননা দেয়া হয় গীতিকার, বংশীবাদক ও কন্ঠশিল্পী বারী সিদ্দিকী'কে।

অনুষ্ঠানের শুরুতেই পিয়ানোতে জাতীয় সংগীত বাজিয়ে শোনায় মাহিন মাহদি ঠাকুর। এরপর অনুষ্ঠানের সভাপতি হিসেবে মঞ্চে আসন গ্রহণ করেন মুন্সী কে আজাদ, প্রধান অতিথি জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, বিশেষ অতিথি সুবীর নন্দী, শিল্পী বারী সিদ্দিকী ও ছড়াকার বদরুল বোরহান। প্রবাসের শিশুরা অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়।

প্রয়াত সংগীত শিল্পী বশির আহমেদের স্মরণে অনুষ্ঠানে এক মিনিট নিরবতা পালনের পর বারী সিদ্দিকীর হাতে "প্রবাস প্রজন্ম '১৪ সম্মাননা" তুলে দেন রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। এ সময় তিনি দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশ-জাপান'র পতাকা খচিত পিন পরিয়ে দেন। এ ছাড়া, শিল্পী সুবীর নন্দী ও ছড়াকার বদরুল বোরহানকে প্রবাস প্রজন্মের পক্ষ থেকে বিশেষ ক্রেস্ট তুলে দেন মুন্সী কে আজাদ।

বক্তৃতা পর্বে বক্তব্য রাখেন- রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, মুন্সী কে আজাদ, সুবীর নন্দী, বারী সিদ্দিকী, বদরুল বোরহান ও অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রুমানা রউফ সোমা।

জাপানের এশিয়ান পিপলস ফ্রেন্ডশিপ সোসাইটি (এপিএফএস) এর পক্ষ থেকে ফুল দিয়ে প্রবস প্রজন্মকে শুভেচ্ছা নিবেদন করা হয়। এ সময়ে তাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কাতো।

বক্তব্য পর্বের পর, রাহমান মাহিনুর আইকো ইফা'র উপস্থাপনায় শুরু হয় শিশু-কিশোরদের সাংস্কৃতিক অনুষ্ঠান। হরেক রকম পোষাকে নাচ, গান, অভিনয় আর কৌতুক নিয়ে শিশুদের অনবদ্য পরিবেশনায় বড়রাও যোগ দেন। দর্শকরা মুহুর্মুহু করতালি দিয়ে শিশু-কিশোরদেরকে উৎসাহিত করেন।

 


শিশুদের পরিবেশনার পর শুরু হয় আমন্ত্রিত শিল্পীদের পর্ব। কন্ঠশিল্পী সুবীর নন্দী ও বারী সিদ্দিকী এ সময়ে উপস্থিত দর্শকদের গান শুনিয়ে অভিভূত করেন। সুবীর নন্দী- দিন যায় কথা থাকে, হাজার মনের কাছে প্রভৃতি কালজয়ী গান গেয়ে শোনান। বারী সিদ্দিকী- আমি একটা জিন্দা লাশ সহ বেশ কয়েকটি জনপ্রিয় গান পরিবেশন করেন।


সবশেষে, কাহাল গ্রুপের পক্ষ থেকে শিশুদের চিত্রাঙ্কন ইভেন্টে অংশ নেয়া শিশু-কিশোরদের হাতে সার্টিফিকেট তুলে দেয়া হয়।

অনুষ্ঠানের সার্বিক উপস্থাপনার দায়িত্বে ছিলেন রাহমান মাহিনুর ইফা ও জুয়েল আহসান কামরুল।

 

অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানের দায়িত্বে ছিলেন, রাহমান মনি।


প্রবাস প্রজন্মের এই অনুষ্ঠান শত শত প্রবাসী স্বপরিবারে উপভোগ করেন।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]