[প্রথমপাতা]

 

 

 

ঢাকায় দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত হলো ঢাকা রিক্সা ফিয়েস্তা ২০১৪
 

 

 

কাজী মনজুরুল হক শিপন, ঢাকা থেকে ।। এপ্রিল ২২, ২০১৪ ।।

বাংলাদেশের রিক্সায় মুগ্ধ জাপানি চলচ্চিত্র নির্মাতা সিসিলিয়া ওমি কিতাজিমা ও প্রযোজক জাপান প্রবাসী শিল্প নির্দেশক সলিমুল্লাহ কাজলের উদ্যোগে দ্বিতীয়বারের মত গত শুক্রবার অনুষ্ঠিত হলো ঢাকা রিক্সা ফিয়েস্তা ২০১৪। এবারের আয়োজনটি ছিলো গতবারের প্রথম আয়োজনটির চেয়েও বেশ গোছালো। জাতীয় সংসদের সামনে, মানিক মিয়া এভিনিউতে রিক্সা চালকদের নিয়ে আয়োজিত প্রতিযোগিতামূলক এই ইভেন্টে ১০৪ জন রিক্সা চালক ৪২টি রিক্সা নিয়ে স্প্রীন্ট ও ম্যারাথন বিভাগে অংশ নেন।

ঢাকায় চাকুরির সূত্রে অবস্থানরত ৫ জন জাপানি নাগরিকও এই উৎসবে রিক্সা চালিয়ে রিক্সা চালকদের সাথে প্রতিযোগীতায় অংশ গ্রহণ করেন। সংসদ ভবন থেকে আগারগাঁও শিশু মেলা হয়ে কলেজ গেট, গনভবন, আসাদ গেট হয়ে আবার সংসদ ভবন জিরো পয়েন্ট। স্প্রীন্ট ৫০০ মিটার দ্রুত গতির ইভেন্টে ২০ জন রিক্সা চালাক ও একই রুটে চারবার রিক্সা চালিয়ে ২০ কিলোমিটারের ম্যারাথন প্রতিযোগীতায় ২১ জন করে চারবারে ৮৪ জন অংশ গ্রহণ করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে সাংস্কৃতিক প্রতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, প্রধানমন্ত্রী উপদেষ্টা গহ্বর রিজভী, বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত শিরোসাদো শিমা সহ বিশিষ্ট জনরা উপস্থিত ছিলেন। উপদেষ্টা গহ্বর রিজভী রিক্সা চালিয়ে এবং জাপানি রাষ্ট্রদূত রিক্সাচালকদের বেশে এসে সবাইকে চমৎকৃত করেন।

ম্যারাথনে অংশগ্রহণকারী এবং বিজয়ীদেরকে আর্থিকভাবে পুরষ্কৃত করা হয়। সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর যাদুঘর মিলনায়তনে সবাইকে পুরষ্কৃত করেন। শুধু রিক্সা রেস নয় সংগে প্রদর্শনী করা হয় রিক্সা আর্টের উপর। অনুষ্ঠানে সহযোগিতা করে ওয়াইকেকে, ইন্দা, নিপ্পন এক্সপ্রেস, কেএফসি, আড়ং ডেয়ারি, ডেফোডিল বিশ্ববিদ্যালয়, রপ্তানি উন্নয়ন ব্যুরো, গ্রামীন ইউনিক্লো, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, বিডি সাইক্লিস্টস, বাংলাদেশ দূতাবাস জাপান, জাপান দূতাবাস বাংলাদেশ, জার্নি প্লাস, সাংস্কৃতি মন্ত্রনালয়।

 

রিক্সা এসেছে জাপান থেকেই। সে যুগে জাপানে হাতে টানা রিক্সা বা জিন রিক্সা থেকেই আমাদের এই রিক্সার উৎপত্তি। একান্ত সাক্ষাৎকারে পরিচালক ওমি কিতাজিমা জানান, বছর তিনেক আগে ঢাকায় এসে রিক্সা দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। পরিবহন হিসেবে রিক্সার অনন্য বৈশিষ্ট্য এবং রিক্সা চালকদের সম্পর্কে আমার নিজের কৌতুহল হয়। এই রিক্সার সূচনা জাপান থেকেই, কেন যেন একটু ভালোলাগার ছোঁয়ায় আকৃষ্ট হলাম। বারবার রিক্সায় চড়া, রিক্সা চালকের সাথে কথা বলা, তাদের গ্যারেজে যাওয়া, গ্যারেজ মালিকদের সাথে বৈঠক, এবং দু'এক জন রিক্সা চালকদের কষ্টের সংসারে আতিথেয়তা গ্রহণ করে এতো মুগ্ধ হলাম যে রিক্সা নিয়ে কিছু করার জন্যে মরিয়া হয়ে উঠলাম। গতবারের প্রথম আয়োজনটি করতে আমাদের যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে ও তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিতে প্রতিদিনের হরতাল, জ্বালাও পোড়াওয়ের মত শত প্রতিকূলতা কাটিয়ে আমরা এটি আয়োজনে সমর্থ হই।


ছবিটি নির্মিত হলে ছবিটি দেখে অনেকেই প্রশংসা করেন। বিশেষ করে জাইকা আয়োজিত অনুষ্ঠানে অনেক জাপানি দর্শক এবং জাপান প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এটি দেখে আমাদের দ্বিতীয় আয়োজনের প্রচেষ্টাকে উৎসাহিত করে। যার ফলেই আমাদের এই দ্বিতীয় আয়োজন।

প্রযোজক সমিমুল্লাহ কাজল বলেন, এটি রিক্সা চালকদের নিয়ে নিছক একটি প্রতিযোগীতা নয়। আমরা এর মাধ্যমে বাংলাদেশকে জাপানিদের কাছে ভিন্ন মর্যাদায় উপস্থাপিত করতে চাই। আমাদের পর্যটন শিল্পকেও আকৃষ্ট করতে ক্রমে ক্রমে ৬৪টি জেলার মধ্যে বিস্তৃত করতে চাই।

 

ইমেইলঃ kmhaque_y2k@yahoo.com

 
 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]