[প্রথমপাতা]

 

অধ্যায় ১১ রাষ্ট্রবিজ্ঞান
 

অংশু মোস্তাফিজ

 

অত্যন্ত যত্ন করে স্মৃতিগেড়ে বসে
পড়েছো অভ্যন্তরে৷ এখন
ভেতর বাইরে সামান্যতীত যন্ত্রণা কিংবা
ভালবাসা শব্দের দরকষাকষি৷
মুখোমুখি বসবার অবাধ্য আরাধনা৷
বুক বরাবর জড়ানোর স্বপ্ন বাসনা৷
এই সময়ে সেই সব মানুষের একজন আমি
যারা শাদা পদ্মের খোঁজে রেল সড়ক
বেয়ে অনবরত হেঁটেছিল পৌরাণিক পুষ্কনি্নর দিকে৷
যারা মৃতু্যকে ধরে নিয়েছিল জন্মের প্রতিশব্দ৷

প্রিয়তমেষু, একটা হিরোসিমা নাগাসাকির
চেয়ে কম দগ্ধ হয়নি বুক৷ তোমার
দিকে তাকাতেই পঙ্গু বোধে তাই বন্ধ
হয়ে আসে চোখ৷
কালো পাথরের অবিরল ক্ষয়ের মত এখন
আমার বুকের সীমানা মাপি৷
যেভাবে খরস্রোতারা ক্রিকেটের মাঠ হয়
তেমনি ঝিমুতে থাকি মারিজুয়ানায়৷
তোমার জ্যোত্‍স্নামাখা ঠোঁট চুম্বন করতে গেলে
দু'বেলা ভাতের দামে শিরদাড়া ভাঙ্গে রাষ্ট্র৷ 

 


অংশু মোস্তাফিজ
সাংবাদিক, বগুড়া, বাংলাদেশ৷
সেলফোনঃ ০০৮৮ ০১৯১৬ ৩১৫ ৯০২
 
 

[প্রথমপাতা]

 

লেখকের অন্যান্য লেখাঃ

 

>>সংক্রান্তি এই চৈত্রে 

>>এক পৃষ্ঠা প্রলাপ