@

[প্রথমপাতা]

@

@

সাপ্পোরোর ইয়ূকি মাতসুরি

(কমিউনিটি ডেস্ক): প্রতি বছরের ফেব্রুয়ারীতে সাপ্পোরোতে অনুষ্ঠিত হয় সপ্তাহব্যাপী ইয়ূকি মাতসুরি বা তুষার উৎসব। জাপানের উত্তরের বৃহত্তম দ্বীপটি হোক্কাইডো আর তারই একপ্রান্তে সাপ্পোরো। সাপ্পোরো ছাড়াও অনেক স্থানেই ইয়ূকি মাতসুরি হয় প্রতি বছর কিন্তু সাপ্পোরোরটাই সবার চাইতে এগিয়ে।

ওদোরি পার্ক, সুসুকিনো, ত্সুদোমে এই তিনটি স্থান হলো ইয়ূকি মাতসুরি দেখার প্রধানতম স্থান। প্রতিবছর অন্ততঃ দশলাখ পর্যটক আসেন সাপ্পোরোর এই ইয়ূকি মাতসুরি দেখতে। ২০১০ এও যথারীতি অনুষ্ঠিত হবে ইয়ূকি মাতসুরি। ফেব্রুয়ারীর ৫ থেকে ১১ তারিখ পর্যন্ত এই মাতসুরি চলবে।

সাপ্পোরোর ইয়ূকি মাতসুরিটি হলো জাপানের সবচাইতে বড় আর স্বকীয় উৎসব। এ সময়ে তুষার দিয়ে শত শত ভাস্কর্য নির্মান করা হয়। যার মধ্যে রয়েছে মূর্তি, ঘর-বাড়ী, বিমূর্ত শিল্প সহ নানা কিছু। আর এছাড়াও স্কী করবার আনন্দতো আছেই। ইয়ূকি মাতসুরিকে ঘিরে জাপানের সাথে বিভিন্ন দেশের আন্তঃর্জাতিক সম্পর্কও গড়ে উঠেছে। ১৯৭৪ সাল থেকে নিয়মিত "স্নো স্কাল্পচার" নির্মানের প্রতিযোগিতা হয়ে আসছে।

প্রথম ইয়ূকি মাতসুরি অনুষ্ঠিত ১৯৫০ সালে। সে সময় স্থানীয় ছয়টি হাইস্কুলের ছাত্রেরা ওদোরি পার্কে ছয়টি মুর্তি নির্মান করে। পরবর্তীতে ১৯৫৫ সালে নিকটবর্তী মাকুমানাই ঘাঁটি থেকে জাপানের সেলফ ডিফেন্স ফোর্স সর্বপ্রথম বৃহদাকারে ভাস্কর্য নির্মান করলে এটা দারুন জনপ্রিয়তা পায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে অবশ্য বিক্ষিপ্ত ভাবে বিভিন্ন স্থানে তুষার দিয়ে ভাস্কর্য নির্মান করা হতো কিন্তু যুদ্ধের সময় এ সকল কর্মকান্ড বন্ধ হয়ে যায়।

সব বছরে যেহেতু তুষার সমান পড়েনা তাই কোন কোন বছর কম তুষারপাত হতে মাকুমানাই ঘাঁটির সেনারা সাপ্পোরোর বাইরে থেকে তুষার জোগাড় করে দিত। ২০০৫ সাল থেকে অবশ্য মাকুমানাই ঘাঁটির সাহায্য নেয়া বন্ধ করে দেয়া হয়। ২০০৬ সাল থেকে এর স্থান পরিবর্তন করে হিগাশি-কু তে নেয়া হয়। ২০০৯ সালে আবার স্থান পরিবর্তন করে ত্সুদোমে তে নেয়া হয়।

২০১০ এর ইয়ূকি মাতসুরির ভাস্কর্য নির্মান প্রতিযোগিতায় ১২ দেশ অংশ নিচ্ছে। যার মধ্যে আছে চীন, ফিনল্যান্ড, হংকং, লিথুয়েনিয়া, মালয়শিয়া, মেক্সিকো, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, সুইডেন, থাইল্যান্ড, আমেরিকা। ফেব্রুয়ারীর ৫ তারিখ সন্ধ্যা থেকে এই ইয়ূকি মাতসুরি অনুষ্ঠিত হবে।

যারা যেতে চান তারা, সাপ্পোরো সেন্ট্রাল পোষ্ট অফিস, টেলিফোন ০১১-৭৪৮-২৪৫১ ও ওদোরি পোষ্ট অফিস, টেলিফোন ০১১-২২১-৪২৮০ নম্বরে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারেন। এছাড়াও এনটিটির একটি ইংলিশ লাইনও চালু আছে ০১২০-৩৬৪-৪৬৩ -এখান থেকেও বিস্তারিত জেনে নিতে পারবেন।

[প্রথমপাতা]

@