[প্রথমপাতা]

 

 

 

কামরুজ্জামানের ফাঁসির রায়ে বাংলাদেশ আওয়ামী লীগ -জাপান শাখার সন্তোষ প্রকাশ

 

 

কমিউনিটি রিপোর্ট ।। মে ১০, ২০১৩ ।।

১৯৭১ সালে সংঘটিত বাঙালি নিধনযজ্ঞে অংশ নেওয়ার দায়ে জামায়াতে ইসলামী নেতা মোহাম্মদ কামারুজ্জামানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশে সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ -জাপান শাখা।

বৃহস্পতিবার দলের সভাপতি ছালেহ মোঃ আরিফ এবং সাধারণ সম্পাদক খন্দকার আসলাম হিরা এক বিবৃতিতে বলেন, কামরুজ্জামানের ফাঁসির ঐতিহাসিক রায়ের মধ্য দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। যারা মুক্তিযুদ্ধের সময়ে আত্মত্যাগ করেছিলেন, এই সব ঘাতকদের হাতে যারা নিহত হয়েছিলেন -তাদের স্বজনেরা এই রায়ের মধ্য দিয়ে আরো একটি ন্যায়বিচার পেলেন।

তারা বলেন- এই রায়ের মাধ্যমে সরকার তার আরো একটি নির্বাচনী ওয়াদা পূরণ করেছে। কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর হলে বাঙ্গালী জাতি ও দেশ কলঙ্ক মুক্ত হবে।

 


WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]