[প্রথমপাতা]

 

 

 বদরুল বোরহান-এর এক গুচ্ছ

-------- পঞ্চপদী ছড়া------

 

 (১)


ইশকুল ফাঁকি দিয়ে ছবি দেখে বলাকায়,
ডালপুরি দিয়ে সে চিনিচাঁপা কলা খায়।
আরো খায় নেহারি,
মুরগির তেহারি;
বাড়ি ফিরে মা'র হাতে কষে কান মলা খায়।

(২)


আমাদের বাড়িঅলা নিধিরাম নন্দ,
বোঝেনা তো ডান-বাম,কি যে ভালো-মন্দ।
মনে তার খুঁত খুঁত,
ভাবখানা অদ্ভুত;
গদ্যেও খুঁজে ফেরে কবিতার ছন্দ।

(৩)


ওঘর থেকে হঠাৎ ক'রে ডেকে বলেন মাসীমা,
পানের বাটা আন তো দেখি,কই গেলি রে নাসিমা?
পুতুল খেলা ফেলে রেখে,
ধূলো বালির রান্না ঢেকে;
মিষ্টি হেসে সেই মেয়েটি বললো তখনঃ"আসি মা"।


******************

 

 

[প্রথমপাতা]

 

 

 

 

লেখকের আগের লেখাঃ

 

>>বদরুল বোরহান-এর এক গুচ্ছ ছড়া