প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

মুন্সীগঞ্জ-বিক্রমপুর সোসাইটির ঈদ পুনর্মিলনীঃ প্রবাসীদের মিলন মেলা

 

 

কমিউনিটি রিপোর্ট ।। অক্টোবর ২০ ২০১৪ ।।

১৯ অক্টোবর রোববার দুপুর ১টায় মিসাতো'র তাকানো বুনকা সেন্টারে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সোসাইটি, জাপানের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিশেষ ঈদ পুনর্মিলনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। বিপুল সংখ্যক প্রবাসীর অংশগ্রহণে আয়জনটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। এ ছাড়াও দূতাবাসের বিভিন্ন কর্মকর্তারা ঈদ পুনর্মিলনীতে অংশ গ্রহণ করেন।

দুপুর ১টা থেকে কোরবানীর মাংস দিয়ে শুরু হয় খাওয়া-দাওয়া। বিক্রমপুরের ঐতিহ্যবাহী বাহারী স্বাদের খাবারের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
 


প্রবাসীদের প্রিয় স্বরলিপি কালচারাল একাডেমি এবং উত্তরণ কালচারাল গ্রুপ ছাড়াও স্থানীয় অন্যান্য শিল্পীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেন। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন মুকুল মুস্তাফিজ ও মঈনুল ইসলাম মিল্টন।
 

 


মুন্সীগঞ্জ-বিক্রমপুর সোসাইটির ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানটি কেবল খাওয়া-দাওয়া আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ ছিলোনা। প্রচুর সংখ্যক প্রবাসীর উপস্থিতির কারণে অনেক চেনা-পরিচিতের সাথে দেখা সাক্ষাতের সুযোগ হয়। আর আয়োজকদের আতিথেয়তা যেন ভুলবার নয়।
 


শত প্রতিকূলতার মধ্যেও শত শত মানুষের খাবারের আয়োজনের দায়িত্বে ছিলেন অন্ততঃ ৫০ জন। সোসাইটির সভাপতি বাদল চাকলাদার বললেন, এটা শুধুমাত্র বিক্রমপুর-মুন্সীগঞ্জের অনুষ্ঠান নয় এটি জাপান প্রবাসী সকলের অনুষ্ঠান, সকল প্রবাসীর সহযোগিতায় এই আয়োজন সম্ভব হয়েছে"।

অনুষ্ঠানটি উপস্থাপনার দায়িত্ব পালন করেন নাজমুল রতন ও জুয়েল আহসান কামরুল।

সামগ্রিক আয়োজন উপস্থিত সকলের মন ভরিয়ে দেয়।

 
 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]