[প্রথমপাতা]

 

 

 

জাপানে শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপিত

 

 

কমিউনিটি রিপোর্ট ।। নভেম্বর ৮, ২০১১ ।।

বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য্যের মধ্য দিয়ে জাপানে বসবাসরত সমস্ত বৌদ্ধদের সম্মিলিত উদ্যোগে উদযাপিত হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান উৎসবগুলির অন্যতম প্রবারণা পূর্ণিমা। রোববার টোকিওর কিতা সিটি হিগাশি তাবাতা শিনকোউশিৎসুতে অনুষ্ঠিত হয় এ আয়োজনটি।

সকাল ৯টা থেকেই জাপানের বিভিন্ন অঞ্চল থেকে বৌদ্ধরা অনুষ্ঠানস্থলে এসে জমায়েত হন। অনুষ্ঠানে শ্রীলংকার ৪ বৌদ্ধ ভিক্ষু ধর্মীয় আচার অনুষ্ঠানের পরিচালনা করেন।

বেলা ১১টার দিকে মহামানব গৌতম বুদ্ধকে স্মরণ করে বুদ্ধপূজা অনুষ্ঠিত হয়।

বুদ্ধপূজার পর সমবেত বৌদ্ধরা ভিক্ষুদের নিকট থেকে পঞ্চশীল গ্রহন করেন। পঞ্চশীল গ্রহন শেষে পরলোকগতদের স্মরণে পিন্ডদান করা হয়।

এরপর, শ্রীলংকা থেকে আগত জনৈক প্রখ্যাত বৌদ্ধ ভিক্ষু প্রায় ৪০ মিনিট ধরে বৌদ্ধ ধর্ম ও বিশ্বশান্তির উপর ধর্মদেশনা করেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে টোকিওর বাংলাদেশ দূতাবাসের পলিটিক্যাল কাউন্সেলর মাসুদুর রহমান এবং প্রথম সচিব নাজমুল হুদা উপস্থিত হন।

বাংলাদেশ থেকে আগত প্রখ্যাত টিভি উপস্থাপক খন্দকার ইসমাইল অনুষ্ঠানে উপস্থিত হলে সবাই তাকে স্বাগত জানান।

অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পরবাস সম্পাদক কাজী ইনসানুল হক, বিএনপি জাপান শাখার সভাপতি নূর আলী, জেটিভি বাংলার প্রধান কর্নধার মাসুদ আহমেদ, সার্বজনীন পূজা কমিটির সভাপতি সুখেন ব্রম্ম, মাসিক পত্রিকা দশদিক সম্পাদক সানাউল হক, বিএনপি জাপান শাখার সাধারন সম্পাদক মীর রেজাউল করিম রেজা, আলোচিত ছড়াকার বদরুল বোরহান, সাপ্তাহিকের টোকিও প্রতিনিধি রাহমান মনি, ওয়াইসিসি পোর্টালের সম্পাদক গোলাম মাসুম জিকো, সাংবাদিক ও সংগঠক হাসিবুল হাসান আরিফ প্রমুখ।

বিভিন্ন সূত্রে জানা গেছে আয়োজকদের মধ্যে মূল ভূমিকা পালন করেন -অজিত বড়ুয়া, তাপস বড়ুয়া, সজল বড়ুয়া, সনথ বড়ুয়া, বিরুপাক্ষ বড়ুয়া বিশু, অশোক বড়ুয়া, দেবাশিষ বড়ুয়া।

একই দিন পবিত্র ঈদ উল আযহা হওয়ার পরও অনুষ্ঠানে উপস্থিতি ছিলো চোখে পড়ার মত।

অনুষ্ঠান শেষে সবাইকে সুস্বাদু মধ্যাহ্ন ভোজ পরিবেশন করা হয়।


 

[প্রথমপাতা]