[প্রথমপাতা]

 

 

 

মুন্সীগঞ্জ বিক্রমপুর সোসাইটি জাপানের ঈদ-পুনর্মিলনী

 

 

কমিউনিটি রিপোর্ট ।। নভেম্বর ১৫, ২০১১ ।।

মুন্সীগঞ্জ-বিক্রমপুর সোসাইটি জাপান পবিত্র ঈদুল আযহা পুনর্মিলনী উপলক্ষে এক ঈদ আনন্দ উৎসবের আয়োজন করেছিলো টোকিওর অদূরে সাইতামা-কেন এর সোকা সিটিতে। ১৩ই নভেম্বর রোববার সেজাকি কমিউনিটি সেন্টারে আয়োজিত ঈদ আনন্দ'তে বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাগন, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের প্রবাসীরা অংশ নেন।

সান্ধ্যকালীন এই আয়োজনে মুন্সীগঞ্জ বিক্রমপুর সোসাইটির পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার মাংস দিয়ে নৈশভোজে আপ্যায়িত করা হয়। সেই সাথে বিক্রমপুরের ঐহিত্য অনুযায়ী অন্যান্য মেনু ভোজন রসিকদের রসনাকে তৃপ্ত করে। সাথে সালাদ ও সবশেষে মিষ্টিতো ছিলোই।

নৈশভোজ শেষে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব নাজমুল হুদা এবং প্রবাসীদের প্রিয় ছড়াকার বদরুল বোরহানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে মুন্সীগঞ্জ-বিক্রমপুর সোসাইটির পক্ষ থেকে ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানানো নয়। সোসাইটির সভাপতি আলহাজ্ব নূর আলী এবং সাধারণ সম্পাদক বাদল চাকলাদার তাদের হাতে ফুলের তোড়া তুলে দেন।

এরপর মঞ্চে দূতাবাস কর্মকর্তাগন এবং প্রবাসীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত দর্শক-শ্রোতা। দূতাবাসের এইচ ও সি মাসুদুর রহমান এবং কবি মইনুল ইসলাম মিল্টন স্বরচিত কবিতা আবৃত্তি করে শোনান।

সবশেষে উত্তরণ শিল্পি গোষ্ঠি সংগীত পরিবেশন করে।

অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন কামরুল আহসান জুয়েল।

 

[প্রথমপাতা]