[প্রথমপাতা]

 

 

 

সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার অঙ্গীকারের মধ্য দিয়ে জাপানে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত

 

New Page 2

 

কমিউনিটি রিপোর্ট ।। জুন ২৩, ২০১২ ।।

১৭ জুন টোকিওর হিগাশি তাবাতা চিইকি শিনকো হলে উদযাপিত হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা।

বৌদ্ধদের অনুপম ধর্মীয় উৎসব হলেও বাস্তবে ধর্ম-বর্ণ নির্বিশেষে তা প্রবাসী বাঙালীদের মিলন মেলায় পরিণত হয়। সকাল থেকেই জাপানের বিভিন্ন অঞ্চল থেকে নানান মানুষ জড় হতে থাকেন অনুষ্ঠান স্থলে। দুপুরের দিকে অনেকের হলে দাঁড়ানোর জায়গা পর্যন্ত খুঁজে নিতে বেগ পেতে হয়।

সেদিনের অনুষ্ঠানের মূল কর্মসূচীর মধ্যে ছিলো -বুদ্ধ পূজা, পঞ্চশীল গ্রহণ, সংঘদান এবং পিন্ড দান।

এবারের বুদ্ধ পূর্ণিমায় চারজন বৌদ্ধ ভিক্ষু উপস্থিত ছিলেন। বৌদ্ধ ধর্ম, বিশ্বশান্তি ও সম্প্রীতি'র উপর দুজন বৌদ্ধ ভিক্ষু জাপানি ও ইংরেজি ভাষায় মূল্যবান ধর্মালোচনা করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাস জাপানের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ড. জীবন রঞ্জন মজুমদার। তিনি দিবসটির গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন। এছাড়াও উপস্থিত ছিলেন, দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর মাসুদুর রহমান ও লেবার উইংয়ের প্রথম সচিব বেবী রাণী কর্মকার।

পাশাপাশি বিকেলের দিকে জাপান সফররত চট্টগ্রাম থেকে নির্বাচিত বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য লতিফুর রহমানও অনুষ্ঠানে উপস্থিত হন। তিনি দীর্ঘক্ষণ অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রবাসীদের সাথে খোলামেলা কথাবার্তা বলেন।

প্রবাসী বাঙালিদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন -পৃথিবীর বৃহৎ বৌদ্ধ ধর্মীয় সংগঠনের অন্যতম রিসশো কোসেইকাই (
RKK) এর বিদেশি শাখার প্রধান কাৎসুজি সুজুকি ও আরকেকে'র অন্যতম উপদেষ্টা রেভারেন্ড ওনো।

এছাড়াও আওয়ামী লীগ জাপান শাখার কাজী মাহফুজুল হক লাল, ছালেহ মোঃ আরিফ, মাসুদুর রহমান ও খন্দকার আসলাম হীরা প্রমুখ।

বিএনপি জাপান শাখার নূর এ আলম নূর আলী, মীর রেজাউল করিম রেজা, ফেরদৌস আহমেদ, মোফাজ্জল হোসেন ও আলমগীর হোসেন মিঠু সহ অন্যান্য কর্মীরা।

জাতীয় পার্টি জাপান শাখার আব্দুস সাত্তার, নাবী উল্লাহ্ আসিফ ও মাসুদ আহমেদ।

টোকিও সাংস্কৃতিক অংগনের পরিচিত মুখ বিমান পোদ্দার, বাবু ঢালী, উৎপল দত্ত বাচ্চু, এএনএম শাহীন ও ববিতা পোদ্দার।

মিডিয়া কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন -বাংলাদেশ সাংবাদিক লেখক ফোরাম জাপান'র সাধারণ সম্পাদক ফটোসাংবাদিক আব্দুল ওয়াদুদ, জাপান প্রেস ক্লাবের সম্মানিত সদস্য আনিসুর রহমান, 'সাপ্তাহিক' এর টোকিও প্রতিনিধি রাহমান মনি ও কমিউনিটি নিউজের সম্পাদক জেড এম আবুসিনা।

অন্যান্যদের মধ্যে ছিলেন -জাপানি শিশু সাহিত্যিক তোকিও তাকারাদা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক বাদল চাকলাদার, সার্বজনীন পূজা কমিটি জাপান'র সভাপতি সুখেন ব্রম্ম, আলোচিত সংগঠক জসিম উদ্দিন, এশিয়ান বিজনেস নেটওয়ার্ক (এবিএন) এর পরিচালক নাজমুল হোসেন ভুঁইয়া, তরুণ চিত্রশিল্পী কামরুল হাসান লিপু, সংগঠক হোসাইন মুনির ও বেলায়েত হোসেন তুহিন।

উল্লেখ্য, বিভিন্ন সূত্র থেকে জানা গেছে বুদ্ধ পূর্ণিমা ২০১২র সফল আয়োজনের পেছনে মূখ্য ভূমিকা পালন করেন -অজিত বড়ুয়া, তাপস বড়ুয়া, বিরুপাক্ষ বড়ুয়া (বিশু), সজল বড়ুয়া, সনদ বড়ুয়া, অশোক বড়ুয়া, দেবাশীষ বড়ুয়া, রাজেশ বড়ুয়া (বাবু), সুমিত চৌধুরি (টিস্যু), পিন্টু বড়ুয়া ও দিটু বড়ুয়া।

সবশেষে, বিভিন্ন পদের রকমারী বাংলাদেশি সুস্বাদু খাবার দিয়ে অতিথিদেরকে মধ্যাহ্ন ভোজনে আপ্যায়িত করা হয়। আয়োজকদেরকে বিকেল পর্যন্ত দফায় দফায় অতিথি আপ্যায়নে ব্যস্ত থাকতে দেখা যায়।

এবারের বুদ্ধ পূর্ণিমার আয়োজনটি ছিলো অত্যন্ত সফল ও সংগঠিত একটি উদ্যোগ। বিভিন্ন ধর্মের ও দেশের শতাধিক ব্যক্তির আগমনে বাংলাদেশ যে গর্বিত সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ একটি দেশ, তা আরেকবার প্রমাণিত হলো। আয়োজকদের একজন উচ্ছ্বসিত কন্ঠে কমিউনিটিকে তার প্রতিক্রিয়ায় জানালেন, তার জানা মতে -পৃথিবীর অনেক দেশেই বাংলাদেশের মত এমন নির্বিঘ্নে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হয়না।

সন্ধ্যার দিকে আনন্দঘন উৎফুল্ল মিলন মেলার সমাপ্তি ঘটে। অনুষ্ঠান শেষে মেঘলা দিনের সন্ধ্যায় বাসায় ফেরার পথে, বারবার শুধু মনে বাজছিলো -
আমরা রয়েছি দূর পরবাসে
আমাদের হৃদয়-জুড়ে প্রিয় বাংলাদেশ।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

 

 

[প্রথমপাতা]