[প্রথমপাতা]

 

 

 

দৃষ্টিছড়া
 

 

-মোমিন মেহেদী-

 


আমাদের মামাদের আর ফুল পাখিদের
মুখে হাসি সুখে হাসি হেসে যায়
জলহাসি
মন হাসে মন ভাসে আর ভাসে জলে জল
কলকল টলটল ঢল ঢল
ছলছল

ছন্দিত হয়ে হয়ে ওঠে আমাদের এই দেশ
জাতির জনক নিজে গড়েছেন যেই দেশ
সেই দেশ সজ্জিত হয়ে থাকে ফুলে ফলে
বৃষ্টির আগমনে আনন্দ জলে জলে
জলরাশি জলহাসি সাজানো সাজানো থাকে
বৃষ্টিশিল্পী এসে ভালোবেসে ছবি আঁকে

এই ছবি বাংলার এই ছবি ছন্দের
এই ছবি ভালো শুধু নয় কোন মন্দের
মন্দকে পিছে ফেলে সামনে চলেছে সুখ
আম-জাম কাঁঠালের ঘ্রাণে হয় উন্মুখ

এই যে দিলাম বৃষ্টিছড়া ছন্দ নিয়ে নাচের তান
এই যে নিলাম নতুন পড়া ঠিক আগামীর জন্য গান
গানে গানে গুনগুনাগুন টুনটুনাটুন সুরের তাল
আজকে দেবো তুলেই তুলে সাহসসাথে দূরের পাল...
 

 
 

[প্রথমপাতা]

 

 

লেখকের অন্যান্য লেখাঃ

 

>>মো মি ন মে হে দী র ক বি তাঃ চালতা ফুলের চালাক চাহন

>>সবাই চলে যায়

>>গঙ্গাফড়িং

>>শাদাফোটা

>>মাটি, মানুষ আর মমতায় মাইকেল মধুসূদন দত্ত

>>ভালোমন্দ

>>ভুলের এমন দেবতা স্বভাব এবং কচি রেজা

>>ইচ্ছে হলেই রোদ হয়ে যাই

>>রবীর আলো ছড়িয়ে ভালো এগিয়ে চলে সবখান

>>রোদবার্তা

>>একুশ শতক ছড়ার শতক, গড়ার শতক বিশ্ব

>>ঝুলে থাকে আড়ালে তার মায়াবীনি চাঁদ

>>রবীন্দ্রনাথ এবং পদ্মার ঢেউ ভাঙা কথা

>>রঙকাহন

>>অনুকাব্যের স্রোতধারায় গা ভাসানো মন

>>মো মি ন মে হে দী র ক বি তা

>>ভালোবাসার যতরঙ

>>জানালায় গলে পরে পাতাদের শোক