প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

জাপানে বাংলাদেশ দূতাবাসে মহান বিজয় দিবস উদযাপিত

 

 

কমিউনিটি রিপোর্ট ।। জানুয়ারি ৫, ২০১৭ ।।

বাংলাদেশের মহান বিজয়ের ৪৬ তম দিবসটি গত ৩০ ডিসেম্বর, ২০১৬,সন্ধায় পালিত হলো টোকিওর বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবনে।এ বছর প্রধানমন্ত্রী কর্তৃক দূতাবাসের আনুষ্ঠানিক ঊদ্বোধনের পর এটিই প্রথম বিজয় দিবসের রাস্ট্রীয় অনুষ্ঠান।
 


১৬ ডিসেম্বর যথাযথ দূতাবাস ভবনে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশনা, শহীদদের স্মরনে এক মিনিট নিরবতা পালন ,দোয়া ও রেওয়াজমতো রাষ্ট্রপতি ,প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী,পররাষ্ট্র প্রতি মন্ত্রীর বাণী পড়ে শোনানো হয়। পররাষ্ট্র মন্ত্রীর বাণীর পর পররাষ্ট্র প্রতি মন্ত্রীর বাণী পড়ার প্রয়োজন কতটা আছে তা তার দু'পাতার বিশাল বাণী পড়বার সময় উপস্হিত শ্রোতাদের বিরক্তি থেকে বোঝা যায়।
 


১৬ ই ডিসেম্বরের জাতীয় অনুষ্ঠান দীর্ঘ দুই সপ্তাহ পরে "বিলম্বিত বিজয় দিবস" পালনের কারণ সম্বন্ধে দূতাবাসের কোন ব্যাখ্যা পাওয়া যায়নি। বহিবিশ্বে বাংলাদেশ দুতাবাস ও মিশন সমুহে জাপান ছাড়া এত বিলম্বিত বিজয় দিবস পালনের কোন সংবাদ চোখে পরেনি।

"বাংলাদেশের মুক্তিযুদ্ধে জাপানের ভূমিকা ১৯৭১" এই চমৎকার ভাবনা দিয়ে আলোচনা পর্বটি সাজানো হয়েছিল।

আমন্ত্রণ জানানো হয়েছিলো বাংলাদেশ সরকারের 'ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার'সম্মাণনা প্রাপ্ত ও বাংলাদেশের পরম হিতৈশী কজন জাপানী বন্ধূদের।জাপান পার্লামেন্টের সাবেক সদস্য প্রয়াত তাকাশী হায়াকাওয়ার পূত্র ওসামূ হায়াকাওয়া,প্রফেসর নারা-র স্ত্রী মিসেস নারা,জাপান বাংলাদেশ সোসাইটির চেয়ারপার্সন ও বাংলাদেশে জাপানের সাবেক রাস্ট্রদূত মাৎসুহিরো হরিগুচি ,জাপানের বিশিষ্ঠ সাংবাদিক ফুমিও মাৎসূও,যিনি আমেরিকা ও ইন্দো-চীন বিশেষজ্ঞ হিসেবে স্বীকৃত, ১৯৭১ সালে হেনরী কিসিঞ্জারের গোপন চীন সফরের ওপর রিপোর্টিং Nixon,s America,its skill full approach to Chinaলিখে হৈচৈ ফেলে দিয়েছিলেন।কিওডো নিউজের দক্ষিন পুর্ব এশিয়ার ব্যাংকক ব্যুরো প্রধান হিসেবে তিনি সদ্য স্বাধীন বাংলাদেশ পূনগঠনের বিষয় খবর সংগ্রহ করে প্রকাশ করেন এবং ১৯৭২ সালে তার ঢাকা সফর,বংগবন্ধূর সাথে সাক্ষাত ও তৎকালীন বাংলাদেশের সামাজিক ও জনভাবনার কথা সাবলিলভাবে তার বক্তৃতায় তুলে ধরেন।

 


অপর আমন্ত্রিত বক্তা রেডিও ব্রডকাস্টিং পার্সোনালিটি তশিইউকি সাতো যিনি এন এইচ কে,জাপানের আন্তজার্তিক পরিকল্পনা ও প্রচার বিভাগের প্রধান হিসেবে অবসর নেন। স্মৃতিচারণ করতে যেয়ে চলচ্চিত্র পরিচালক ওসিমা'র সফর সংগী হিসেবে বাংলাদেশে যাওয়া, বঙ্গবন্ধুর সাক্ষাৎকার গ্রহণ, কোটালীপাড়ায় যেয়ে বঙ্গবন্ধুর পিতা শেখ লুৎফর রহমানের সাথে কথা বলা ও সে সময়ের তোলা বেশ ক'টি ছবি বড় পর্দায় দেখান। দু'জনের সুন্দর ও সাবলীল স্মৃতিচারন উপস্হিত দর্শকরা করতালী দিয়ে স্বাগত জানান।

৭১ এ প্রবাসী বাংলাদেশীদের ভূমিকা সম্মন্ধে তৎকালীন শিক্ষাবৃত্তি নিয়ে আসা জিয়াউল ইসলাম তার বক্তৃতায় অন্য প্রবাসী এবং জাপানীদের সহযোগিতার কি করেছিলেন তা বললেও একবার বাংলায় একবার ইংরেজীতে না বলে পুরোটাই ইংরেজীতে বললে আরও অনেক তথ্য জানা যেত, অবশ্য স্মৃতিতাড়িত হয়ে তিনি আপ্লুত হয়ে যাওয়ায মনে হয় পুরোটা বলতে পারেননি।ভবিষ্যতে একাত্তরে প্রবাসী যারা ভূমিকা রেখেছিলেন তাদেরকে পরিচয় করিয়ে দেবার দায়িত্ব দূতাবাসের পাশাপাশী কমিউনিটি সংগঠনগূলোর।


অনুষ্ঠানের শূরুতেই এদের সবাইকে রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বাংলাদেশের লাল সবুজ উত্তরীয় পড়িয়ে সম্মান প্রদর্শন করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাস্কৃতিক পরিবেশনায় কবিতা আবৃতি করেন বাংলাদেশ সাংবাদিক লেখক ফোরামের কমল বড়ুয়া ও জুয়েল আহসান কামরুল। তারা দু'জনই শামসুর রাহমানের লেখা কবিতা আবৃতি করেন।

টোকিও বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা বিভাগের একদল তরুন শিক্ষার্থী বাংলায় নিজেদের পরিচিতি ও সমবেত বাংলা গান পরিবেশন করে সবাইকে তাক লাগিয়ে দেন। সবশেষে জাপানের দুই পরিচিত সাংস্কৃতিক দল উত্তরণ ও স্বরলিপি একই মন্চে বেশ কটি দেশগান পরিবেশন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনের দায়িত্বে ছিলেন দ্বিতীয় সচিব জোবায়ের হোসেন। হলে বেশ আসন খালী থাকলেও পর্যাপ্ত আমন্ত্রন না পাওয়ায বি এন পি র কাউকে এখানে দেখা যায়নি। বাংলাদেশ আওয়ামী লীগের একটি অংশের নেতৃস্থানীয় কয়েকজনকে হলে দেখতে পেলেও অনুষ্ঠান শুরুর আগে তাদের চলে যেতে দেখা গেছে। প্রবেশ পথে জাপানী নিরাপত্তা কর্মী দিয়ে সার্চ করে ও জাপানী আই ডি কার্ড দেখানোর বাধ্যবাদকতার পক্ষে ও বিপক্ষে ভিন্ন মতামত পাওয়া গেছে। 

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]