প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

জাপানে মুন্সিগঞ্জ-বিক্রমপুর সোসাইটির আয়োজনে ইফতার মাহফিল

 

 

কমিউনিটি রিপোর্ট ।। জুলাই ২, ২০১৫ ।।

গত ২৮ জুন ২০১৫, রোববার সাইতামা প্রিফেকচারের সেজাকি কমিউনিটি সেন্টারে মুন্সিগঞ্জ-বিক্রমপুর সোসাইটি -জাপান আয়োজিত ইফতার মাহফিলে সমাবেত হয়েছিলেন পাঁচ শতাধিক প্রবাসী। জাপানে আয়োজিত অন্যতম বৃহৎ ইফতার মাহফিল ছিলো এটি।


আতিথেয়তা ও আপ্যায়নে বিক্রমপুরবাসীর ঐতিহ্য সর্বজন বিদিত। এই প্রবাসেও বিক্রমপুরবাসীর আতিথেয়তার কোনো কমতি নেই। দু'দিন আগেই থেকেই মুন্সিগঞ্জ-বিক্রমপুরবাসীরা বাজার করা, রান্নাবান্না নিয়ে অনেকটা মাতোয়ারা হয়ে ওঠেন। নানা উপকরণ দিয়ে তারা অতিথিদের ইফতার ও রাতের খাবারের আইটেম তৈরি করেন। প্রবাসীদের দাওয়াত দেয়া ও প্রবাসীদের খাওয়ানোর সময় ওনারা থাকেন তৎপর। অনেক সময় দেখা যায় একই ব্যক্তিকে কয়েকজনে মিলে আমন্ত্রণ জানাচ্ছেন। খাবার সময়েও তাদের অতিথি সেবা ছিলো অত্যন্ত আন্তরিক।


সোসাইটির সাধারণ সভাপতি বাদল চাকলাদার ও সাধারণ সম্পাদক এস আলম নান্নু সহ সকল বিক্রমপুরবাসীদের সার্বিক তত্বাবাধন ছিলো প্রশংসনীয়।


অনুষ্ঠানে সাধারণ প্রবাসীরা ছাড়াও জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন সহ দূতাবাসের কর্মকর্তারা স্বপরিবারে উপস্থিত ছিলেন। টোকিওর কামাতা মসজিদের ইমাম দোয়া ও নামাজ পড়ান।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]