দক্ষিণ-পশ্চিম জাপানে সাময়িক ভারী বৃষ্টির বিশেষ সতর্কাবস্থা
কমিউনিটি রিপোর্ট ।।
জুলাই ২১, ২০১৯ ।।
জাপানের আবহাওয়া সংস্থা শনিবার সকালে দক্ষিন-পশ্চিম জাপানের নাগাসাকি
প্রিফেকচারের গোতো দ্বীপপুঞ্জ এবং ৎসুশিমা দ্বীপাঞ্চলে বিশেষ ভারী বৃষ্টির
সতর্কতা জারি করেছে, তাইফুন দানাস সেখানে আঘাত হানতে যাচ্ছে।
কিউশু প্রিফেকচার ও কিউশু অঞ্চলের কিছু কিছু অংশে বিশেষ সতর্কতা জারি করা
হয়েছে, এ বছরের পঞ্চম তাইফুনের উচ্চচাপ সিস্টেম এবং আর্দ্র বাতাসের ফলে
সেখানে ৫০ বছরের মধ্যে সবচেয়ে ভারী বৃষ্টিপাত হচ্ছে।
সংস্থা ভূমিধস ও বন্যার বিরুদ্ধে স্থানীয়দের অত্যন্ত সতর্কতা অবলম্বন করার
আহ্বান জানিয়েছে। গোতো ও অন্যান্য এলাকায় ২০ হাজার পরিবারকে নিরাপদ অঞ্চলে
সরে যাওয়ার আদেশ জারি করেছে। বিকেলের দিকে অবশ্য বিশেষ সতর্কবার্তা
প্রত্যাহার করে নেয়া হয়। জিজিপ্রেস।
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content
is strictly prohibited and constitutes copyright infringement liable to
legal action.
[প্রথমপাতা] |