[প্রথমপাতা]

 

 

 

মৃত্যুকে আমি দেখেছি
 
 

 

লাবন্য কান্তা

মৃত্যুকে খুব কাছে থেকে না দেখলে জীবনের মানে খুঁজে পাওয়া যায়না। একবার মৃত্যুকে ছুঁয়ে আসলে পৃথিবীর রঙ সম্পুর্ণরুপে বদলে যায়। খুব দুর্ভাগ্যক্রমে সে সুযোগ আমার হয়েছিলো।

আমি দেখেছি মৃত্যুদূতকে, আমি দেখেছি তার বিশাল থাবা; আমি সয়েছি তার থাবার আঘাত। দেখেছি আমার শিয়রে বসে কাঁদছে আমার সন্তান। আমি একহাতে ধরে রেখেছিলাম প্রিয়জনদের আরেকহাত ধরে টানতে দেখেছি মৃত্যুরদূতকে।

আমি দেখেছি, আমাকে ডেকে ডেকে ক্লান্ত হচ্ছে সবাই কিন্তু আমি তবুও নির্বাক। আর বাঁচানো যাবে না বলে বাবা মাথার কাছে " সপ্তস্ব্তী " পাঠ করছেন। সবাই একে- একে তুলসী জল ঢালছে মুখে, কিছু গলায় নামছে কিছু চুইয়ে পড়ে যাচ্ছে বালিশে। কিছু তুলসী জলে ভেজা আর কিছু চোখের জলে ভিজে যাওয়া বালিশ রোদে শুকোতে দেখেছি প্রিয়জন্দের।

মৃত্যুকে আলিঙ্গন করে যদি কেউ জীবনে ফিরে, তার কাছে পৃথিবীর রঙ সম্পূর্ণ আলাদা মনে হয়। আমার কাছে পৃথিবীটা একটি রঙিন গোলাপ, শুধুই একটি রঙিন গোলাপ। আমি বড় বেশি ভালোবাসি পৃথিবীটাকে। এখানে খুব তুচ্ছ বস্তুটিও আমার সাথে কথা বলে...

আমি এখন পৃথিীবীটিকে ভালোবাসি আমার মতোন করে, শুধুই ভালোবাসি। এখন আমি আর কিছুতেই দুঃখ পাইনা, কিছুতেই আঘাত পাইনা, আমি এখন শুধু আমার সাথে কথা বলি ...... খুব ভয় পাই আমি মৃত্যুকে ।

একবার মৃত্যুকে আলিঙ্গন করলে বদলে যায় জীবন, বদলে যায় পৃথিবীর রং। আমি সেরকমই একজন বদলে যাওয়া মানুষ। আমি এখন শুধু ভালোবাসি পৃথিবীকে আর দুচোখ ভরে দেখি তার রূপ...... মৃত্যুর কাছাকাছি দাঁড়ালে পৃথিবীটা বড় সুন্দর দেখায়, তার কাছ থেকে ফিরে এলে সেই সুন্দরের মাত্রা শুধুই বেড়ে যেতে থাকে...... সেই সুন্দরের কাছাকাছি দাঁড়িয়ে আমি....

 

ARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

[প্রথমপাতা]