কুমামোতো'তে মার্কিন কপ্টারের জরুরি অবতরণ
কমিউনিটি রিপোর্ট ।। এপ্রিল ১৯, ২০১৮ ।।
একটি মার্কিন হেলিকপ্টার দক্ষিণ-পশ্চিম জাপানের প্রিফেকচার কুমামোতো'র একটি
বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ইউএইচ-১ কপ্টারটি বুধবার দুপুর ১টা ২০ মিনিটে মাশিকি শহরে অবস্থিত কুমামোতো
বিমানবন্দরে অবতরণ করে। হেলিকপ্টারটি মার্কিন নৌবাহিনীর ফুতেনমা
বিমানঘাঁটিতে নিবন্ধিত।
জাপানের প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন এএইচ-১ আক্রমন হেলিকপ্টার ইউএইচ-১
হেলিকপ্টারটির সাথে উড়ছিলো, সেটিও জরুরি অবতরণ করে। তারা জানিয়েছেন দু'টি
হেলিকপ্টারই নিরাপদে অবতরণ করে।
জাপানের পরিবহন কর্মকর্তারা জানিয়েছেন এই ঘটনা বেসামরিক কোনো বিমানের
উড্ডয়ন বা অতরণে বিঘ্ন সৃষ্টি করেনি।
কর্মকর্তারা বলছেন ইঞ্জিন শীতলকরণ ব্যবস্থাতে সমস্যার কারণে জরুরি অবতরণের
ঘটনা ঘটে। তারা বলেন যে ইউএইচ-১ হেলিকপ্টারটিকে বিমানবন্দরের পাশে জাপানের
গ্রাউন্ড সেলফ ডিফেন্স ফোর্সের ক্যাম্পে নিয়ে পরীক্ষা করা হচ্ছে। এনএইচকে।
WARNING:
Any unauthorized use or reproduction of 'Community' content
is strictly prohibited and constitutes copyright infringement liable to
legal action.
[প্রথমপাতা] |