[প্রথমপাতা]

 

 

 

শ্রাবন আমার চোখে



-অজয় দাশগুপ্ত-

আকাশ জুড়ে শ্রাবন কোথায়? শ্রাবন আমার চোখে
শোকের মেঘ ছড়িয়ে গেছে দূরে বিশ্বালোকে

যার জীবনের জন্যে তুমি জন্মালে এই দেশ
আঁধার রাতে তাঁকেই কি না করতে গেলে শেষ

যার ভয়েতে খান পাঠানের পালিয়ে যেতো ঘুম
মীর জাফরের বুলেট দিলো তাঁর কপালে চুম

নিজের ঘরে জন্ম নেয়া নিজেতে তালিম
বাংলা মায়ের কূ পুত্র ঐ মোশতাক আর ডালিম

ভিন দেশী সব দূশমন যা করেনি ভয় ডরে
এরাই দিলো ঘরে আগুন আগষ্ট পঁচাত্তরে

বাকরুদ্ধ বিবশ জাতি অবশ মগজ হিয়া
পাক পাকিদের সাথে নিয়ে নামলো মাঠে জিয়া

নব্য পাকি হবার ঠেলায় শুরু যে বিকৃতি
শুরু হলো পাকি করণ দালালের স্বীকৃতি

মুজিব বিহীন ভাটার টানে জয় বাংলার ঢেউ
চার নেতা হীন নিজ দলেও রইলো না আর কেউ

চীন রাশা আমেরিকান ভারত কিংবা পাকি
মুজিব মুজিব করে এখন দলের ভিতর থাকি

যাদের ছিল কৌলিন্য আর লেখাপড়ার বড়াই
বলতো সবাই মুক্তিযুদ্ধ দুই কুকুরের লড়াই

সহজ তো নয় এদের সাথে লড়াই করে জেতা
অনায়াসে পারতো বলেই মুজিব আমার নেতা

কেমন আলোকধারা তিনি কেমন প্রখর সূর্য
তাঁর ছায়াতেই যুদ্ধ জেতা কায়া যখন উহ্য

মানি আমার গান্ধী তো নেই লেনিন কিংবা চার্চিল ও
চেয়ে দেখুন তারপরেও এমন নেতা কার ছিলো?

গদ্য তিনি পদ্য তিনি বক্তৃতা তর্জমা
আর কারো কি বুকে ছিল এমন সাহস ক্ষমা?

জন্মদিনের ভ্রান্তি বিলাস মিথ্যাচারের দেশে
আকাশ হয়ে বৃষ্টি হয়ে মুজিব দাঁড়ায় এসে

মাটি তাঁকে সালাম জানায় বাতাস করতালি
অদৃশ্য এই জনক জেনো অনেক শক্তিশালী

ব্যক্তিগত নন তো তিনি নন যে কোন দলের
আজকে যারা শিশু তিনি তাদের কৌতুহলের

তারুন্যে এক শক্তি তিনি বয়সীদের স্মৃতি
মুজিব মানে বাংলাদেশের গৌরব ও সম্প্রীতি
 

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

 

 

[প্রথমপাতা]

 

 

লেখকের আগের লেখাঃ