[প্রথমপাতা]

 

 

 

টোকিওতে "স্বপ্ন নিয়ে রিক্সা রেইস" ছবির প্রদর্শনী অনুষ্ঠিত

 

New Page 2

 

 

কমিউনিটি রিপোর্ট ।। নভেম্বর ১৮, ২০১৩ ।।

১৭ নভেম্বর রোববার টোকিওতে বাংলাদেশের রিক্সা নিয়ে নির্মিত ডকুমেন্টরি "স্বপ্ন নিয়ে রিক্সা রেইস" এর প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সলিমুল্লাহ কাজল রকি প্রযোজিত, সেসিলিয়া অ‌্যামি কিতাজিমা পরিচালিত ছবিটি দুপুর ২টায় ইচিহাওয়া জাইকা সেন্টারে প্রদর্শিত হয়।

পুরো অনুষ্ঠানটি দু'টি অংশে বিভক্ত ছিলো। প্রথম পর্বে ছিলো প্রদর্শনী। দ্বিতীয় পর্বে ছিলো বক্তব্য ও প্রশ্নোত্তর পর্ব।

ছবির প্রদর্শনীর পর অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন ও দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর রাশেদুল ইসলাম। সবশেষে বক্তব্য রাখেন প্রযোজক সলিমুল্লাহ কাজল রকি।

 

 

সলিমুল্লাহ কাজল তার বক্তব্যে বলেন, এখন থেকে প্রতিবছর মার্চ মাসে বাংলাদেশে রিক্সা প্রতিযোগিতার আয়োজন করা হবে। তার ইচ্ছা এটিকে আন্তর্জাতিক ভাবে আয়োজন করা। তিনি জানান, আগামী ১৪ মার্চ দ্বিতীয় বারের মত রিক্সা উৎসবের আয়োজন করা হবে।

 

 

প্রযোজক ও পরিচালক দু'জনেই তাদের নানা প্রতিকূলতা কাটিয়ে ছবিটি নির্মাণ করেছেন বলে জানান। ছবিটি নির্মাণকে তারা যুদ্ধ জয়ের সাথে তুলনা করেন।


এরপর প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। উপস্থিত দর্শকরা সরাসরি ছবির প্রযোজক ও পরিচালককে বিভিন্ন ধরণের প্রশ্ন রাখেন এবং তারা এসব প্রশ্নের জবাব দেন।

সবশেষে, সকলকে ছবিটির প্রদর্শনীতে উপস্থিত হওয়ার জন্যে প্রযোজক তার আন্তরিক কৃতজ্ঞতা জানান।

বিপুল সংখ্যক প্রবাসী অনুষ্ঠানটি উপভোগ করেন।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

 

 

[প্রথমপাতা]