[প্রথমপাতা]

 

 

 

উত্তরণ এর প্রতিষ্ঠা বার্ষিকী পালন
 

 

কমিউনিটি রিপোর্ট ।। নভেম্বর ১৬, ২০১০ ।।

উত্তরণ বাংলাদেশ কালচারাল গ্রুপ জাপান তাদের ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। টোকিওর তোশিমা কু, মিনামি ওৎসুকা হলে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধানঅতিথির আসন অলঙ্কৃত করেন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এ,কে,এম মুজিবর রহমান ভূঁইয়া। উত্তরণের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন গ্রুপের নেতা ফজলুল হক (রতন)। প্রধানঅতিথির বক্তব্যে রাষ্ট্রদূত বলেন, জাপানের মত দেশে একটি সাংস্কৃতিক দলের ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন সত্যিই প্রশংসার দাবিদার। বাংলাদেশকে প্রবাসীরা যে ভাবে তুলে ধরেছেন তার জন্য দূতাবাস গর্ববোধ করে এবং সকলকে ধন্যবাদ জানায়। প্রবাসীদের এই ধরনের আয়োজনে দূতাবাস সবধরনের সহায়তার প্রতিশ্রুতি দেন রাষ্ট্রদূত।
 


বরাবরের মত এবারো উত্তরণ নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শুরু করে উত্তরণ তাদের সময়নিষ্ঠতার পরিচয় দেয়।

উত্তরণের অনুষ্ঠান সবসময়েই উপভোগ্য হয়। তারা চেষ্টা করে জাপানিদেরও সম্পৃক্ত করতে। তাই এবার স্টেজের সন্নিকটে জাপানি ভাষায়ু স্ক্রীনে বর্ণনা অনুষ্ঠানের মর্মার্থ জাপানিরা বুঝতে পেরেছে। এ জন্য অনেকেই উত্তরণকে স্বাগত জানান।

 


অনুষ্ঠানে নাজিমের কমিডি গান, বাচ্চুর দরদ কন্ঠ, শরাফুলের ভারাট গলা দর্শকরা উপভোগ করেন। লিডার রতনের কন্ঠে জাপানি গান এবং তার সহযোগী নৃত্য শিল্পীদের নৃত্য খুবই উপভোগ্য ছিল। রাশা, রুহী ও শ্রেয়ার জড়তাহীন পারফরমেন্স তাদের উজ্জল ভবিষ্যতেরই ইঙ্গিত দিচ্ছে। তুকিনা নতুন হিসেবে ভাল করেছে।
 


প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বাপ্পার সম্পাদনায় একটি স্যুভেনির বেরকরা হয়েছে যাতে পাঁচটি অপ্রিয় সত্যকে তুলে ধরার সাহসিকতা প্রশংসাযোগ্য। এগুলো হলো (১) যেখানে সেখানে ব্রশিয়ার ফেলবেননা, প্রয়োজন না থাকলে তা রিসেপশন ডেস্কে রেখে যাবেন। (২) নির্দিষ্ট জায়গায় ময়লা ফেললে আমরা উপকৃত হব (৩) শিশুদের অভিভাবকরা নিজ সন্তানের দিকে নজর রাখবেন (৪) পাশের দর্শক যেন বিরক্ত না হয় সেদিকে খেয়াল রাখবেন। (৫) মোবাইল ফোন ম্যানার মোডে রাখুন।

 

[প্রথমপাতা]