প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

জাপানের মর্যাদাবান "শিনকিয়োকু আর্ট অ্যাসোসিয়েশন" সম্মাননা পেলেন জাপান প্রবাসী চিত্রকর কামরুল হাসান লিপু

 

 


কাজী ইনসানুল হক, উপদেষ্টা সম্পাদক ।।
কমিউনিটি রিপোর্ট ।। জুন ১, ২০১৫ ।।

জাপানের ইবারাকি প্রিফেকচারে ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিলো "শিনকিয়োকু আর্ট অ‌্যাসোসিয়েশন"র। জাপানব্যাপী চিত্রশিল্পীদের চিত্রকল্প মুক্তমঞ্চে প্রচারের অভিপ্রায়ে তাদের যাত্রার সূচনা। এরপর গত ১৯ বছর ধরে চলছে তাদের নিরন্তর প্রয়াস। দেশ জুড়ে "মুক্ত চিন্তা-মুক্ত চিত্রকলা" আঁকিয়েরা তাদের ভাবনা ক্যানভাসে ফুটিয়ে তোলেন। শিল্পীরা চিন্তা আর চেতনায় যে ছবি আঁকেন তা পাঠিয়ে দেন অ‌্যাসোসিয়েশনের কাছে। সেগুলো থেকে বেছে বেছে নির্ধারিত চিত্রকলা গুলো প্রদর্শিত হয় "কিয়োকুবি"র মাধ্যমে ইবারাকি প্রিফেকচারের বিখ্যাত "সুকুবা আর্ট মিউজিয়ামে"।
 


প্রদর্শিত ছবি গুলো থেকে চিত্রসমালোচকদের নানান পর্যালোচনা ও নির্বাচন প্রক্রিয়ার পর বেশ কিছু ছবি নির্বাচিত হয় এবং প্রদর্শিত হয় জাপানের মার্যাদাবান টোকিও মেট্রোপলিটান আর্ট মিউজিয়ামে।

এ বছর প্রায় ৫০০ ছবির মধ্যে থেকে বেছে নেয়া প্রথম ৫টি ছবির একটি জাপান প্রবাসী চিত্র শিল্পী কাহাল আর্ট গ্রুপের কামরুল হাসান লিপু'র। তার ছবির নাম মা, জাপানি টাইটেল "ওকাসান"।

গত ২৪ মে ২০১৫ শিনকিয়োকু আর্ট অ‌্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয় শিল্পী কামরুল হাসান হাসান লিপুকে। যেহেতু লিপু একজন প্রবাসী তাই সম্মান জানাতে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন'কেও আমন্ত্রন জানানো হয় এবং তারই উপস্থিতিতে প্রবাসী এই শিল্পীকে সম্মাননা সনদ তুলে দেয়া হয়। অভিনন্দন কামরুল হাসান লিপুকে। 
 

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]