[প্রথমপাতা]

 

 

 

প্রবাসীদের কাছ থেকে সহযোগিতা চাইঃ জাপানে নবনিযুক্ত রাষ্ট্রদূত
 

New Page 2

 

কমিউনিটি রিপোর্ট ।। সেপ্টেম্বর ১৭, ২০১২ ।।

জাপানে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্টদূত মাসুদ বিন মোমেন বলেছেন প্রবাসীদের প্রতি সেবা প্রদানে দূতাবাস যথাসাধ্য চেষ্টা করবে, পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে তিনি প্রবাসীদের কাছ থেকেও সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

গত ১৬ সেপ্টেম্বর সকালে টোকিওর বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের সাথে এক পরিচিতি সভায় রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এ কথা বলেন।

তিনটি অংশে বিভক্ত পরিচিতি সভার শুরুতে উপস্থিত প্রবাসীরা নিজেদের ব্যক্তিগত পরিচয় ও রাষ্ট্রদূতের প্রতি শুভেচ্ছা বক্তব্য রাখেন। প্রবাসীরা তাদের বক্তব্যে বিভিন্ন ক্ষেত্রে বিরাজমান সমস্যার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন এবং তাদের মূল্যবান পরামর্শ দেয়ার পাশাপাশি রাষ্ট্রদূতের নতুন কর্মজীবনের সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় অংশে রাষ্ট্রদূত তাঁর বক্তব্য পেশ করেন। তিনি তার সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত বর্ণনা করে জানান ১৯৫৩ সালে তার পিতা ৩ মাসের জন্য জাপান সফর করেন। সে সময় তিনি পিতার কাছ থেকে জাপানের জীবনযাত্রা সম্পর্কে ধারণা পেয়েছিলেন।

তিনি বলেন প্রবাসীদেরকে বিভিন্ন ক্ষেত্রে কী ভাবে উৎসাহিত করা যেত পারে দূতাবাস তা নিয়ে ভাবনা-চিন্তা করবে। জনাব মোমেন বলেন বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা হবে তার অন্যতম প্রধান কাজ। তিনি বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য কাজ করে যাবার বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি কমিউনিটির বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে জাপানি সহ অন্যান্য দেশের নাগরিকদেরকেও সম্পৃক্ত করার কথা উল্লেখ করে বলেন এতে করে এখানকার সমাজে বাংলাদেশের নাগরিকদের সম্পর্কে একটি ইতিবাচক ধারণার সৃষ্টি হবে। ফলে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশিদের সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবার সম্ভাবনা তৈরি হবে। তিনি বলেন, শুধু বাংলাদেশিরা ভালো -এমন কথাতে আমি সন্তুষ্ট হতে চাইনা, আমরা যেন এখানে রোল মডেল হতে পারি তার জন্য সকলকে কাজ করতে হবে।

দেশে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য প্রবাসীদেরকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান।

মাসুদ বিন মোমেন বলেন, আমার অনেক স্বপ্ন আছে আপনাদেরকে নিয়ে। আজ থেকে ভবিষ্যতের লক্ষ্যে নতুন একটি অধ্যায় শুরু হলো।

অনুষ্ঠানটি পরিচালনা করেন দূতাবাসের পলিটিকাল কাউন্সেলর মাসুদুর রহমান। এ সময়ে সেখানে দূতাবাসের ইকনমিক মিনিস্টার ড. জীবন রঞ্জন মজুমদার সহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ ভাগে অতিথিদেরকে হালকা আপ্যায়ন করা হয়।

 

 
WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]