প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

 এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

টোকিও বৈশাখী মেলা পিকনিক ২০১৫

 

 

 

মুকুল মোস্তাফিজ ।। জুন ১৫, ২০১৫ ।।

প্রতি বছরের মতো জাপান প্রবাসীদের বাঙালী কমিউনিটির বড় আয়োজন "টোকিও বৈশাখী মেলা ও কারি ফেস্টিভাল" কমিটি প্রতি বছর মিলিত হয় টোকিও বা টোকিওর আশেপাশে কোনো এক প্রাকৃতিক সৌন্দর্য্যের মিলনস্থল, নদী, লেক কিম্বা পার্কের উন্মুক্ত স্থানে।

এবারো প্রবাসী বাংলাদেশি সহ জাপানি শুভাকাংখীদের মিলনমেলায় ভরে উঠেছিলো টোকিও'র আদাচি ওয়ার্ডের নয়নাভিরাম "নিপ্পোরি তোনেরি কোয়েন" পার্কে।

সকাল ১০টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও ছুটির দিন রোববার বলে ১১টা থেকে সবার পদচারণা ঘটতে থাকে। প্রবাসীদের প্রিয় মুখ পদ্মা হালাল ফুড'র কর্ণধার বাদল চাকলাদারের আবাসস্থলে আগের দিন থেকেই শুরু হয় চার-পাঁচশ' লোকের খাবারের আয়োজনের এক বিশাল কান্ড। সারারাত আড্ডার পাশাপাশি সকলেই সহযোগিতা করেন রান্নায়।

দুপুর একটার দিকে শুরু হয় ভুড়িভোজ। টানা দু'ঘন্টা অর্থাৎ তিনটা পর্যন্ত রসনা উদরিকরণ শেষ হওয়ার পরও অনেকেই এসে খেয়েছেন।

বিকেল চারটার দিকে শুরু হয় বিভিন্ন ইভেন্ট। এরমধ্যে ছিলো মহিলাদের বাশিল খেলা, চোখ বেঁধে তরমুজ ভাঙা, প্রবাস প্রজন্মের শিশুদের জন্যে বিস্কুট দৌড়, লাল-সবুজ দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ ইত্যাদি। এসব খেলায় ছিল নানা ধরণের পুরস্কার।

সার্বিক সহযোগীতায় ছিলেন- মুনসী কে আজাদ, ছালেহ মোঃ আরিফ, বাদল চাকলাদার, মীর রেজাউল করিম রেজা, জাকির হোসেন জোয়ার্দার, নাসীমুস সালেহীন, সুখেন ব্রম্ম, মোহাম্মাদ আব্দুর রাজ্জাক, খন্দকার আসলাম হীরা, বিমান পোদ্দার, কাজী ইনসানুল হক, জুয়েল আহসান কামরুল, মাসুদ রহমান, মোঃ নাসেরুল হাকিম,
মুকুল মোস্তাফিজ, তুষার ফয়সাল, শেখ মঞ্জুর মোর্শেদ প্রমুখ।

সুমিষ্ট তরমুজের মধ্যে দিয়ে শেষ হয় দিনব্যাপী মনে রাখার মতো সুন্দর আয়োজনের।

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]