প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

শিশুরাও যখন মানসিক রোগের শিকার...!!!
 

 

 

সাথী আক্তার

 

 

আজকের শিশুরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, এই কথাটা আমারা সবাই জানি কিন্তু যখনি দায়িত্বের কথা বলা হয় তখন আর কোন খবর থাকে না। আজকাল বাবা-মা তাদের নিজেদের ক্যারিয়ারের দিকে এত বেশি দায়িত্বশীল যে সন্তানের দিকে খেয়াল রাখার কোন সময় তাদের কাছে নেই। না ভুল বললাম, খেয়াল আছে আর তা হল তার সন্তান সঠিক সময়ে স্কুল এ গেছে কিনা, প্রাইভেট সময় মতো পড়েছে কিনা, পরীক্ষায় ১ম হয়েছে কিনা এ রকম আরও অনেক কিছু। কিন্তু একবার ও কি ভেবে দেখেছেন এই গুলো ছাড়াও আরও অনেক কিছু দেখার আছে!!!! আপনি হয়ত খেয়াল করছেন না কিন্তু আপনার শিশুটি যে দিনদিন মানসিক রোগীতে পরিণত হয়ে চলছে।

মনোযোগ ঘাটতি বা Hyperactivity ব্যাধি (ইংরেজিতে যাকে বলে Attention deficient hyperactivity disorder or ADHD) । শিশুদের দেখা একটি সাধারন ব্যাধি। কাজের উপর ফোকাস বা মনোযোগ দিতে অক্ষমতা, আবেগপ্রবণতা এবং hyperactive এই রোগের প্রধান কারন। আমেরিকান সাইকিয়াট্রিক এসোসিয়েশন কিছু সমীক্ষায় বলেছেন ৫% শিশুদের মধ্যে ADHA দেখা গেছে কিন্তু এটার প্রকোপ আরও বেশি হতে পারে।

এই রোগ এর লক্ষণঃ

ADHD হওয়া শিশুদের সাধারণত, hyperactive, আবেগপ্রবণ এবং অমনোযোগী হয়। এই আচারন শিশুদের স্বাভাবিক হলেও যাদের ADHD আছে তাদের ঘন ঘন এবং গুরুতর উপসর্গ আছেঃ

-স্নায়বিক অস্থিরতায় ভোগা
-এক জায়গায় বেশিক্ষণ চুপচাপ বসতে না পারা
- অনবরত কথা বলা
-শান্ত বা শান্ত কাজকর্ম করতে অসুবিধা
-সহজে বিভ্রান্ত হচ্ছে
-অন্যদের বিঘ্নিত করা
-কোন কাজের উপর মনোযোগ নিবদ্ধ করতে অসুবিধা

এই জিনিস গুলো আমরা কখনই খেয়াল করিনা, আমরা যেটা করি তা হল এমনটা দেখলে শিশুকে বকাঝকা করি, অনেকে তো আবার শিশুদের গায়ে হাত পর্যন্ত উঠায়। কিন্তু এমনটা কখনই করা উচিৎ না। ওদের দরকার সঠিক যত্ন, আদর, ভালোবাসা , ওদের প্রতি ইতিবাচক আচরণ করা, সঠিকভাবে কাজের দিকনির্দেশনা দেওয়া। শুধু মুখে শিশুরা দেশের ভবিষ্যৎ না বলে ওদেরকে দেশের ভবিষ্যৎ এর জন্য গড়ে তোলার দায়িত্ব নিতে হবে, আর এটা শুধু বাবা-মা এর একার দায়িত্ব নয় এটা আমাদের সবার দায়িত্ব।
 

______________________________

সাথী আক্তার
শিক্ষার্থী, শেষ বর্ষ
ফার্মাসি বিভাগ
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
 

 

 
 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.

[প্রথমপাতা]





লেখকের আগের লেখাঃ