[প্রথমপাতা]

 

 

কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে লারা লোটাসঃ
ভারতীয় মিডিয়ার আগ্রাসনে বাংলাদেশে ক্ষতি হচ্ছে 

 

বর্তমানে লারা লোটাসের বেশ কয়েকটি নাটক প্রচার হচ্ছে। পাশাপাশি তিনি ঈদের নাটক নিয়ে পুরোদমে ব্যস্ত আছেন। সাম্প্রতিক ব্যস্ততা নিয়ে তার সাথে কথা বলেছেন আমাদের কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের ঢাকা প্রতিনিধি হাবিবুর রহমান।

কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : এখন কি নিয়ে ব্যস্ত আছেন?
লারা লোটাস : এফডিসিতে 'ডিজিটাল ঈদের রান্না' শিরোনামে একটি অনুষ্ঠানের শুটিং করছি।

কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : ঈদের নাটকের খবর কি?
লারা লোটাস : ঈদকে সামনে রেখে বেশকিছু নাটকের কাজ হাতে নিয়েছি। তার মধ্যে 'তার গল', 'আষাঢ় শ্রাবণ', 'তখন মোবাইল ছিল না'। অসাধারণ রোমান্টিক গল্প নিয়ে নির্মিত হয়েছে 'তখন মোবাইল ছিল না' নাটকটি। এছাড়া আমেরিকা, চায়না, বাংলাদেশ এই তিন দেশের বিভিন্ন স্থানে শুটিং নিয়ে নির্মিত হয়েছে এঙ্আইএএঙ্; ২০১০ (অীরধী২০১০)। তাছাড়া ঈদে একটি হাসির নাটকে অভিনয় করছি। নাটকটির নাম 'নাইকার মার সিডিউল নাই।' অন্যদিকে আরো দুটি নতুন নাটকে অভিনয় করব। নাটক দুটি হলোথ 'লুকোচুরি লুকোচুরি গল' এবং 'রঙিন সুতো'।

কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : এতোগুলো নাটকে এক সঙ্গে অভিনয় করতে সমস্যা হচ্ছে না?
লারা লোটাস : কিছুটা সমস্যাতো হচ্ছেই। অনেকগুলো নাটকের কাজ আমি আগে থেকেই শুরু করেছি এবং কাজ প্রায় শেষ পর্যায়ে।

কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : উপস্থাপনার খবর কি?
লারা লোটাস : ঈদের নাটকের জন্য আগের মতো এখন আর বেশি উপস্থাপনা করতে পারছি না। তবে আরটিভিতে এবং এটিএন বাংলায় দুটি অনুষ্ঠানের উপস্থাপনা করছি। আমাদের দেশে প্রচুর নাটক হচ্ছে।

কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : কিন্তু ওই নাটকগুলো কি দর্শক ভালোভাবে দেখছে বলে মনে করেন?
লারা লোটাস : এর জন্য আমি দুটি বিষয়কে দায়ী করব। একটি হচ্ছে প্রচুর বিজ্ঞাপন আর অন্যটি হচ্ছে ভারতীয় মিডিয়ার আগ্রাসন। ঈদের সময় প্রতিদিন টিভি চ্যানেলে বিজ্ঞাপনের এত চাপ থাকে যে, বিজ্ঞাপনের ভিড়ে দর্শকরা হারিয়ে যায়। আর অন্যদিকে ভারতীয় টিভি চ্যানেলের আগ্রাসনে দর্শকরা বুঝে উঠতে পারে না তাদের কোন অনুষ্ঠানটি দেখা দরকার। আমি মনে করি, বাংলাদেশ থেকে ভারতীয় টিভি চ্যানেল বন্ধ করে দেওয়া দরকার।

কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : আমাদের দেশেও ভারতীয় টিভি চ্যানেলের মতো কিছু নাটক নির্মাণ করছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন?
লারা লোটাস : এটি অবশ্যই সত্য কথা। আমাদের দেশের অনেক ডিরেক্টর ও প্রডিউসার বর্তমানে এ ধাঁচের কিছু নাটক করছে যা আমাদের দেশের সামাজিক কিংবা সাংস্কৃতিক পরিমণ্ডলের একেবারে বাইরে। আমি মনে করি, এই ধরনের নাটক আমাদের দর্শকদের ভারতীয় নাটকের প্রতি আরো আকৃষ্ট করে তুলবে। তাই এই ধরনের নাটক তৈরি বন্ধ করা দরকার বলে আমি মনে করি।

কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : চলচিত্রে অভিনয়ের ইচ্ছা আছে কি?
লারা লোটাস : আপাতত নেই। যদি করতে হয় তাহলে একেবারে চলচিত্রের সঙ্গে জড়িয়ে পড়ব। আর আমি মনে করি, এখন আমার চলচিত্রে যাওয়া ঠিক হবে না।

কমিউনিটি স্কাইনেটজেপি নিউজ : ভবিষ্যৎ পরিকলনা?
লারা লোটাস : অভিনয় করছি, করব। দর্শকদের ভালো কিছু দিয়ে যাওয়ার চেষ্টা করবো। যাতে দর্শক আমাকে সারা জীবন মনে রাখতে পারে।
 
 

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে নায়ক সোহেল রানাঃ চলচ্চিত্র অঙ্গনের অতীত বর্তমান ও ভবিষ্যত নিয়ে ভাবনা

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে সিনথিয়া: টাকার পেছনে ছুটছে নতুনরা

>>কমিউনিটির সাথে একান্ত সাক্ষাতকারে সাবেক প্রতিমন্ত্রী মোশারফ হোসেনঃ ভারত থেকে কয়লা আমদানি করে বিদ্যুত উৎপাদনের সিদ্ধান্ত আত্মঘাতী

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে মিলাঃ বাবা চাননি আমি পেশাদার কণ্ঠ শিল্পী হই

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে পার্থ বড়ুয়াঃ সংগীত-অভিনয়কে কখনো আলাদা করে দেখিনি

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে এটিএম শামসুজ্জামানঃ কপালে থাকলে ঠেকায় কে

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে মোনালিসা: চলচ্চিত্র আমাকে দিয়ে হবে না

>>কমিউনিটি স্কাইনেটজেপি’র সাথে একান্ত সাক্ষাৎকারে জয়া আহসানঃ
কিছুটা হাততালি হয়তো পাই

>>কমিউনিটির মুখোমুখিঃ অভিনয় মডেলিং ও নতুন সংসার নিয়ে প্রভা

>>কমিউনিটি স্কাইনেটজেপি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকার সব কাজই যত্ন নিয়ে করি : চুমকী

>>কমিউনিটির সাথে একান্ত সাক্ষাতকারে চলচ্চিত্র নায়ক ফেরদৌসঃ আমাদের চলচ্চিত্রের কিছু প্রযোজক পরিচালক খুব স্বার্থপর

>>কমিউনিটির সাথে একান্ত সাক্ষাতকারে আব্দুল লতিফ সিদ্দিকীঃ যে পতাকার জন্য লক্ষ মা-বোনরা ইজ্জত হারিয়েছেন, রাজাকারদের গাড়িতে সেই পতাকাই উঠেছিল

>>কমিউনিটিকে দেয়া সাক্ষাতকারে স্পিকারঃ দুর্যোগ থেকে হাওরবাসীকে বাঁচাতে আলাদা
হাওর মন্ত্রণালয় গঠন করতে হবে

>>কমিউনিটিকে অর্থমন্ত্রীঃ বিদ্যুৎ সংকটের কারনে বাংলাদেশে বিনিয়োগ হচ্ছে না

>>১৯৪৮ থেকেই ভাষা আন্দোলনের সূচনাঃ বিশিষ্ট ভাষা সৈনিক রওশন আলম

>>প্রবাসীদের দেশের প্রতি গভীর টান চোখে পড়ার মতঃ বিশিষ্ট চিত্রনির্মাতা তানভীর মোকাম্মেল

 

[প্রথমপাতা]