[প্রথমপাতা]

 

 

 

প্রয়াত শেখ আহমেদ জালাল এর স্বাধীনতা তথ্য সংগ্রহশালা

 

 

কাজী ইনসানুল হক


একদা জাপান প্রবাসী, মুক্তিযোদ্ধা, ডিপ্লোম্যাট, লেখক শেখ আহমেদ জালাল তার জীবদ্দশায় শত ব্যস্ততার মধ্যেও নানান প্রতিকুলতা কাটিয়ে আমাদের স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে জাপান সহ সারা বিশ্বের মিডিয়ায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সময়কার প্রকাশিত রিপোর্ট, তথ্য, কাটিং, ক্লিপিং, ছবি সংগ্রহক ছিলেন এবং তা সংরক্ষিত করার ব্যবস্থা করেছিলেন, আমাদের স্বাধীনতা যুদ্ধ চলাকালে তিনি সে সময়ে জাপানে অবস্থানরত প্রবাসী হাতে গোনা ২-৪ জন বাংগালি ও বন্ধুপ্রতিম জাপানিদের নিয়ে জাপানের রাস্তায় রাস্তায় বাংলাদেশে গনহত্যার প্রতিবাদ করেছেন।

জাপানের প্রায় সব দৈনিক, সাপ্তাহিক ও সাময়িকীতে মুক্তিযুদ্ধের স্বপক্ষে প্রকাশিত নিউজক্লিপ, জাপানি নেতৃস্থানীয় ব্যক্তি বর্গের মতামত, টোকিওস্থ পাকিস্থান দূতাবাসের নিউজলেটার সহ নানা তথ্য সমৃদ্ধ তথ্য ভান্ডারটি মরহুম শেখ আহমেদ জালালের পরিবার বর্গ মুক্তিযুদ্ধযাদু ঘর –এর কাছে হস্থান্তর করেন। এই মূল্যবান দলিলটি এখন উৎসাহি যে কেউই www.archives.liberationwarmuseum.org –এ খুঁজে পাবেন । গত ২৯শে সেপ্টেম্বর তার ১০ম মৃত্যুবার্ষিকীতে তার আত্মার মাগফেরাত কামনা করছি।

 


অকাল প্রয়াত দেশপ্রেমী শেখ আহমেদ জালাল বর্ণময় জীবনের অধিকারী ছিলেন। ১৯৬০ সালেমন বুসো স্কলারশিপ নিয়ে তিনি মাইনিং ইঞ্জিনিয়ারিং এর উচ্চ শিক্ষা লাভ করেন ।
শিক্ষা শেষে তিনি জাপানি ভাষায় ডিপ্লোমা নেন । NHK বাংলা বিভাগে সংশ্লিষ্ট ছিলেন । বাংলা বিভাগের প্রথম দিনের প্রথম অনুষ্ঠানের ঘোষক ছিলেন তিনি । মরহুম শেখ আহমেদ জালাল সম্বন্ধে NHK – JAPAN বাংলা বিভাগের প্রধান, প্রথমআলোর আমন্ত্রিত লেখক, প্রথমা প্রকাশিত বেশ কটি বইয়ের লেখক কাজুহিরো ওয়াতানাবে জাপানের বাংলাকাগজ “পরবাস”-এ প্রকাশিত“ রেডিও জাপান বাংলা অনুষ্ঠানের ৫০ বছর” লেখায় উল্লেখ করেছেন- কাগজে কলমে যদিও বিভাগীয় প্রধান ছিলেন একজন জাপানী । তবুও বাংলা অনুষ্ঠান পরিচালনার আসল দায়িত্বে ছিলেন আহমেদ জালাল । এই জালাল ভাই এবং মঞ্জুলিকাদি'র নাম আমরা দেখতে পাই স্বনাম ধন্য লেখক শংকরের “এপার বাংলা ওপার বাংলাতে… ।
২৮ বছরের কুটনৈতিক ক্যারিয়ারে তিনি টোকিও মিশন সহ বিভিন্ন মিশনে কর্মরত ছিলেন। SAARK এর ডিরেক্টর জেনারেল ছাড়াও তিনি জাতিসংঘেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।
জাপান ফাউন্ডেশনের সম্মানিত ফেলো হিসেবে তিনি জাপান – বাংলাদেশ দ্বিপক্ষিক সম্পর্কর ৩০ বছর পূর্তিতে বিশেষ স্মারক গ্রন্থ প্রকাশ করেন । কলাম লেখক হিসেবে তিনি দৈনিক ইত্তেফাকে জাপানের চিঠি” ও Pakistan Observer -এ “ News letter –এ নিয়মিত লিখতেন । জাপানি শিশুতোষ গ্রন্থের অনুবাদ সহ বেশ ক'টি গ্রন্থ রচনা করেন । গত ২৯ সেপ্টেম্বর ছিলো মরহুম আহমেদ জালাল –এর ১০ম মৃত্যু বার্ষিকী, তাকে স্মরণ করি, অভিবাদন জানাই তার সংগৃহীত সংগ্রহশালার জন্য যা স্বাধীনতার ৪২ বছর পরেও আমাদের যুদ্ধকালীন সময় কে স্মরণ করিয়ে দেয়, দেশ ভাবনা নিজের অজ্ঞাতেই হৃদয়ের গভীরে দানা বেধেঁ উঠে। অভিবাদন শেখ আহমেদ জালাল আপনাকে , দেশের প্রতি আপনার দায়বদ্ধতার ঋন পূরনের জন্য।


টোকিও
kaziensan@gmail.com

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.  

[প্রথমপাতা]

 

 

লেখকের আগের লেখাঃ