[প্রথমপাতা]

 

 

 

মান্না দে



-অজয় দাশগুপ্ত-

 

বাংলা গানের জগত জুড়ে আনন্দ কুসুম
হারিয়ে গেলে কেড়ে নিলো চিরদিনের ঘুম

কে শোনাবে বিরহ আর কে শোনাবে প্রেম
কফি হাউস আড্ডা ও গান তোমাতে জানলেম

রাধা হলেন বিশ্ব খ্যাত পেয়ে শ্যাম রায়
মাঝখানে নদী ঐ বয়ে চলে যায়

অনেক যত্ন করে করে কেউ দু:খ কি আর দেবে?
পথের কাঁটায় কেউ কি আর গান কে টেনে নেবে?

এমন করে আর কি কেউ ভালো বেসেছে?
কে প্রথম চোখের ভাষায় কাছে এসেছে?

বলবে কে আর চাঁদ কে এবার সামলাও জোসনা
মান্না তো নেই ও মন তুই উতলা হোস না

দীপ ছিল শিখা ও ছিল আলো ও ছিল ঘরে
তুমি বিহীন আমার এ মন কেমন কেমন করে

তুমি বিহীন গান কি তবে উঠবে তবে নিলাম
যে যা খুশী করুক ,আমি তোমার দিক টা নিলাম

গানে গানে অমর তুমি তুমি ই হাসি কান্না
স্বর্ন যুগের হীরে তুমি চিরকালের মান্না

চোখের জলে স্মরণ করি হারিয়ে ফেলি খেই
দেখি মুকুট টা তো পড়ে আছে রাজাই শুধু নেই

 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

 

 

[প্রথমপাতা]

 

 

লেখকের আগের লেখাঃ