[প্রথমপাতা]

 

 

 

প্রেসক্রিপশন

 

  

 

‘হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ...’ অথবা ‘চোখ যে মনের কথা বলে...’ চোখ ছাড়া এ জীবন ভাবা যায় না। যার চোখ নেই সেই জানে, চোখের গুরুত্ব কি! ভালোবাসা প্রকাশেও চোখের গুরুত্ব অতুলনীয়। চোখ থাকতে চোখের যত্ন আমরা করি না, কিন্তু যখনি চোখে সমস্যা হয় বা দেখতে অসুবিধা হয়, তখনি চোখের যত্নর কথা মনে হয়, চিকিৎসকের স্বরণাপন্ন হতে হয়। কমিউনিটি নিউজ এর পাঠকদের চোখ সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর দিয়েছেন পুরান ঢাকার সালাউদ্দিন স্পেশালাইজড হাসপাতালের চক্ষু বিশেষগ্গ ও ফ্যাকো সার্জন ডা. মো. আসাদুজ্জামান--

প্রশ্নঃ আমার নাম মাসুদ, বয়স ৩২, চোখে মাইনাস ৩ পাওয়ার। রেটিনায়ও স্পট আছে কিছুদিন ধরে দূরের জিনিস চশমা পড়েও অস্পষ্ট দেখা যাচ্ছে। পাওয়ার বাড়েনি। আমাকে কি করতে হবে?
উত্তরঃ অধিক মাইনাস পাওয়ারে অনেক সময় রেটিনায় নানা সমস্যা হয়। রেটিনার চারপাশে বিভিন্ন ধরনের ডিজেনারেশন বা ক্ষয় দেখা যায়। এই ডিজেনারেশন থেকে রেটিনা ডিটাচমেন্ট বা আলাদা হতে পারে। ডিজেনারেশন উপর দিকে হলে ডিটাচমেন্ট হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। আপনার চোখ অবশ্যই চক্ষু বিশেষগ্গকে দেখাতে হবে।

প্রশ্নঃ আমার নাম রিংকু, বয়স ১৭। আমার সমস্যা হল একটা রং থেকে অন্য রংয়ের পার্থক্য করতে পারি না। সমাধান কি?
উত্তরঃ কালার ব্লাইন্ডনেস( রংয়ে অন্ধত্ব) বা রঙ কানা একটা স্থায়ী সমস্যা। এর কারণ জানার জন্য চিকিৎসককে দেখাতে হবে।

প্রশ্নঃ আমার মেয়ের নাম এ্যানি, বয়স ৮। চোখের সমস্যার জন্য সিলিন্ড্রিকেল পাওয়ার মাইনাস ২ ও ২.৫ লেন্স পড়ে। পরবর্তীতে কি দৃষ্টি শক্তি ভাল হবে?
উত্তরঃ লেন্স (চশমা) পড়লে দৃষ্টি শক্তি ভাল হবে। তবে ৮ বছর বয়সে মাইনাস সিলিন্ড্রিকেল পাওয়ার হওয়ায়, আগামী ১২-১৩ বছরে মডিফিকেশন বা পরিবর্তনের সম্ভাবনা থাকলেও ভাল হওয়ার সম্ভাবান কম, লেন্স পড়তেই হবে এবং ছয় মাস পর পর চোখের বিশেষগ্গের সাহায্যে চোখ পরীক্সা করা উচিত।

প্রশ্নঃ আমার নাম রাকিব হোসেন, বয়স ৪৮, ডায়বেটিসের রোগী। নিয়মিত চেক-আপ দরকার কিনা?
উত্তরঃ ডায়বেটিস থাকলে ডায়বেটিস রেটিনোপ্যাথি হতে পারে। ৪ থেকে ৬ মাস অন্তর রেটিনা চেক-আপ করাতে হবে, রেটিনোপ্যাথি থাকলে আরো ঘন ঘন চেক-আপ করাতে হবে। নতুবা অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

প্রশ্নঃ আমার নাম দীন মোহাম্মদ, বয়স ৫২। আমার এক চোখে মাইনাস ১৩ এবং অন্য চোখে মাইনাস ১০ পাওয়ার ছিল। ইদানিং দেখতে অসুবিধা হচ্ছে। এ বয়সে চোখের পাওয়ার কি কমতে পারে?
উত্তরঃ এই বয়সে চোখের পাওয়ার কমতে পারে। চোখের লেন্সের রিফ্রাক্টিভ ইনডেক্স (প্রতিফলন মাত্রা) ও একোমোডেটিভ স্ট্রেন্থ বা শক্তি পাল্টালে এমন হতে পারে। রেটিনা টেস্ট করাতে হবে। পাওয়ার পরিবর্তন হয়ে থাকলে নতুন চশমা পড়তে হবে।

প্রশ্নঃ আমার নাম এশা, বয়স ২০। আমার চোখে হাই মাইনাস পাওয়ার। একজন চক্ষু চিকিৎসক আমাকে প্রোগ্রেসিভ লেন্স পড়ার কথা বলছেন। এতে আমি কি সুবিধা পাব?
উত্তরঃ প্রোগ্রেসিভ লেন্স পড়তে বলা হয়েছে কারণ পড়ার জন্য প্লাস পাওয়ার লাগবে। বাইফোকাল লেন্সে দুটো পাওয়ার এর মাঝে লাইন দিয়ে আলাদা করা থাকে, উপর দিয়ে দূরের জিনিস, নিচ দিয়ে কাছের জিনিস দেখা যায়। প্রোগ্রেসিভ লেন্সে লাইন থাকে না। পাওয়ার উপর থেকে নিচ পর্যন্ত ডিস্ট্রিবিউটেট বা ছড়ানো থাকে। দাম বেশি হলেও কম্পিউটারে যারা কাজ করেন তাদের জন্য প্রোগ্রেসিভ লেন্স খুব ভাল।

গ্রন্থনে: ডা. স্বপন কুমার মন্ডল

 

 

ARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 

[প্রথমপাতা]

 

 

 

 

লেখকের আগের লেখাঃ