অজয় দাশগুপ্ত
জননী সাহসিকা
আমাদের সরোবরে মাঝে মাঝে পদ্মফুল ফোটে
কেউ কেউ নিজেই পদ্ম হয় সমাজ সংকটে
মায়া আর মায়াবী দেশেও মায়া হীন কায়া বেসামাল
পুরণো কুমির আনে কেটে নয়া খাল
খালবিদ উড়ে গেলে বোঝা ভার কে যে রাজা কার?
সেনা শাসনের নামে দূরাত্মাও পেলেছিল যত রাজাকার
বাংলার জয় নেই, নেতা নেই , ফুল নাই দেশজ বাগানে
ধীরে ধীরে ফেরা যেন পূর্ব পাকিস্তানে
কত বড় বড় নাম নেতৃত্ব কত বাহাদুরি
গালভরা মানুষের হাতে হাতে চুড়ি
আদর্শ লিফলেট ভোট আছে শুধু নাই রা
আমাদের সরোবরে পদ্ম হয়ে ফুটেছিলে মা
দূ;সময়ে অকূলের কূল তুমি সাহসের খনি
জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি শহীদ জননী
|