অজয়
দাশগুপ্ত
ও আকাশ ও
আকাশচারী
মানুষ তখন অন্যরকম কাটেনি তার ভয়
স্বপ্ন ছিল একদিন তার আকাশ করার জয়
দূরের পথে দীর্ঘসময় সাগর দেয়া পাড়ি
সহজ করে নেবার জন্যে মানুষ আকাশচারী
উড়াল দিয়ে আকাশকে সে করল পরাভূত
সে আকাশে আজকে দেখি উড়ছে হাজার ভূতও
যে আকাশে চাঁদের কিরণ জোসনা প্রিয়তমা
সে আকাশে আগুণ জ্বালাই শরীর করে বোমা
উড়ছে বিমান পুড়ছে বিমান স্বপ্ন দিয়ে জ্বালিয়ে
এখন দেখি পাখির মত বিমান ও যায় পালিয়ে
পারেনা কেউ এক সিদ্বান্তে হতে উপনীত
হবার আগেই আরেক বিমান হঠাৎ ভূপাতিত
জয় করবার মানেতো নয় করা পদানত
নীল নীলিমায় শান্তি বিরাজ করুক আপাতত:
|