অজয়
দাশগুপ্ত
যাপিত জীবন
আমাকে বিশ্বাস করো হে সময়, আমি প্রেমময় বাংলার মানুষ
আমাদের কালেও দূ:সময় ছিল, তবু মানবীরা ভালোবাসতো পুরুষ
পুরুষের ভালোবাসায় লাল টিপের মত রাঙ্গা হয়ে উঠত নারী
নগ্ন পায়ে গেয়ে যাওয়া গানে বেহুলাকে কখনো ভুলতে পারি?
মানুষের ভালোবাসার ঘরবাড়ী চাঁদের উঠোন জুড়ে প্রীতি
তখনো সরব ছিল, দূর্বার কথার মত ছিল রাজনীতি
ঘটনা দূর্ঘটনা আশা আশাহীনতার মঙ্গল অমঙ্গল
তবু কখনো হয়নি ম্লান কবিতার চোখের কাজল
রুপকথা জীবন ছিল গদ্যময় বাস্তবের ছিল ধুলোবালি
সত্যি বলছি সময় তখন ছিলনা কোন উজবুক মহসীন আলী
আব্বাস ফখরুল নাসিম কাছিম আর নৌকাডুবি দেশে
ধান গেছে প্রাণ ও যায় রক্তের বেনো জলে ভেসে
তবু কি করে যে প্রেম জাগে জেগে থাকে মানুষের মন
আমাকে মাফ কর সময় এর জবাব দিতে পারে ফের কোন নতুন লালন।
|