প্রথমপাতা  

সাম্প্রতিক সংবাদ 

 স্বদেশ

আন্তর্জাতিক

বাংলাদেশ কমিউনিটি

লাইফ স্টাইল

এক্সক্লুসিভ

বিনোদন

স্বাস্থ্য

বর্তমানের কথামালা

 শিল্প-সাহিত্য

 প্রবাসপঞ্জী 

আর্কাইভ

যোগাযোগ

 

 

 

 

 

উত্তরণের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 

 

কমিউনিটি রিপোর্ট ।। ডিসেম্বর ১৭, ২০১৪ ।।

গত ১৪ ডিসেম্বর রোববার বিকেলে তাকিনোগাওয়া কাইকানে অনুষ্ঠিত হয়েছে জাপান প্রবাসীদের অন্যতম জনপ্রিয় সাংস্কৃতিক গোষ্ঠি উত্তরণ'র ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। এ উপলক্ষ্যে উত্তরণ এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেয়।

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবসে আয়োজিত অনুষ্ঠানটিকে '৭১ এ শহীদ বুদ্ধিজীবিদের স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই ঘাতকদের হাতে নিহত শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিলো জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন'কে। কিন্তু তিনি পূর্ব-নির্ধারিত কর্মসূচীতে আটকে যাওয়ায় তার পক্ষে উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব বেবী রাণী কর্মকার। তিনি রাষ্ট্রদূতের পাঠানো শুভেচ্ছাবার্তা পড়ে শোনান।

গান নির্বাচন, পরিবেশনা সব কিছু মিলিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানটি ছিলো সাবলীল ও উপভোগ্য। উপস্থিত দর্শক-শ্রোতাদেরকে তা মুগ্ধ করেছে।

অনুষ্ঠানের শেষে স্বরলিপি কালচারাল একাডেমি, বাংলাদেশ সাংবাদিক-লেখক ফোরাম, জাপান, মুন্সিগঞ্জ-বিক্রমপুর সোসাইটি সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে উত্তরণকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

উল্লেখ্য উত্তরণ বাংলাদেশের দরিদ্র শিশুদের লেখা-পড়ার খরচ মেটাবার জন্যে বিশেষ বৃত্তির ব্যবস্থা করেছে। তাদের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে একজন লিওজা আরা তোফা এবার বগুড়া মেডিক্যাল কলেজে পড়ার সুযোগ পেয়েছে। এই মহতি কাজের জন্যে উত্তরণ সকলের প্রশংসার দাবীদার।

সবশেষে একটি কথা উল্লেখ না করলেই নয়, বাংলাদেশ ও বাংলা সাংস্কৃতিকে নিয়ে উত্তরণের এই আয়োজন অথচ গোটা মঞ্চে, ব্যানারে কোথাও এক বর্ণ বাংলা লেখা ছিলো না। বিশাল ব্যানার জুড়ে বাংলায় 'উত্তরণ' শব্দটিও নয়। বিষয়টি খুবই দৃষ্টিকটু ঠেকেছে।

 

 

>>উত্তরণ আয়োজিত রনলা সন্ধ্যা

>>প্রবাসীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত উত্তরণ -জাপান'র রজতজয়ন্তী উৎসব

>>উত্তরণের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

>>উত্তরণ এর প্রতিষ্ঠা বার্ষিকী পালন


 

 

WARNING: Any unauthorized use or reproduction of 'Community' content is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action. 
 

[প্রথমপাতা]