অজয়
দাশগুপ্ত
শোক হোক শক্তি
গগণে গগণে মেঘ মল্লার, আকাশেরও দেখি আজ মুখ ভার
ফুটেছে যদিও কামিনী বকুল, চোখ ছলছল অশ্রু আকুল
কোথাও গন্ধ,বিধুর হাওয়া আনমনে করে একা আসা যাওয়া
কালো মেঘে কার, এত মন ভার তবু দেখি তার তরণী বাওয়া
ওগো তুমি কোথা একা চলে যাও ? কোন আকাশের শূন্যে উধাও
পিতাকে খুঁজতে আমিও নেমেছি ,আমাকে তোমার সঙ্গী বানাও
কেঁদে কেঁদে তারা ঘুমিয়ে পড়েছে জোসনার চোখে চিকচিক জল
শোকাতুর আলো কবাট দিয়েছে সুর্যের ও আজ দুয়ারে আগল
যার শুন্যতা এতটা বিদারী তাকে ছাড়া মার শাড়ীর আঁচল
মাটিতে লুটায়, অযথা কারা শোক শোক বলে করে কোলাহল
তাদের এবার থামতে বল , আর কোন মিছে শোক করা নয়
প্রকৃতি নিজেই কান্নার স্রোতে লিখে দিয়ে যায় তাঁর পরিচয়
যার নাই পিতা, কি জানি বলে? তারা আমাদের কিছু নাহি হয়
আমাদের আছে জাতির জনক আমাদের আছে পিতা পরিচয়
গগণে গগণে মেঘ মল্লার আকাশের আজ হোক মন ভার
তবু এদেশে সূর্য ওঠে স্বপ্নের ডানা মেলছে পিতার।।
|