অজয় দাশগুপ্ত
অলৌকিক ডাকপিওন
খোকা ঘুমালো পাড়া জুড়ালো বহুজাতিক বর্গী এলো দেশে
খুকুর কাজল ধোয়া চিঠি ভাসলো এস এম এসে
আখর গুলো তারার মত করতো যে মিট মিট
এখন তারা ইচ্ছে কাতর ইচ্ছে হলেই ডিলিট
ম্যাসেজ নামের বাক্সভরা ধৈর্য বিহীন মন
কোথায় আমার হারিয়ে যাওয়া অলৌকিক ডাক পিওন?
কোথায় আমার শিউলি বকুল তারার নামে নাম
দুপুর জুড়ে কাঁপন তোলা চৌকোনো সব খাম
মানুষগুলো ডাকবাক্সে দাঁড়িয়ে আছে একা
ভূবন থেক উধাও তবে চোখের জলে লেখা?
আনন্দময় খামের ভেতর আজ কি পাতা নড়ে?
যাও পাখি যাও বলো যেন না ভুলে সে মোরে
|